তারকা সংকটের শঙ্কা দেখা দিয়েছে বিগ ব্যাশে। অস্ট্রেলিয়ার প্রথম ক্রিকেটার হিসেবে আসন্ন বিগ ব্যাশ লিগ থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন বাঁহাতি তারকা পেসার মিচেল স্টার্ক। ধারণা করা হচ্ছে, জাতীয় দলের আরও খেলোয়াড় বিগ ব্যাশ থেকে নাম প্রত্যাহার করে নেবেন।
সবশেষ ২০১৪-১৫ মৌসুমে সিডনি সিক্সার্সের হয়ে খেলেছিলেন স্টার্ক। সেবার তার পারিশ্রমিক ছিল প্রায় ১ কোটি ডলারের কাছাকাছি। সেই চুক্তি থেকেও সরে দাঁড়িয়েছেন তিনি।
শ্রীলঙ্কায় টেস্ট সিরিজের মাঝেই বিগ ব্যাশের ব্যাপারে স্টার্ক বলেছেন, ‘যখন খেলেছি আমি বিগ ব্যাশ খুব উপভোগ করেছি। কিন্তু গত সাত বছরে আইপিএল, বিগ ব্যাশসহ সব ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ব্যাপারে আমার অবস্থান অভিন্ন আছে। অস্ট্রেলিয়ার সূচিতেই অধিক মনোযোগ আমার।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ