মেহেদী হাসান আর সাকিবের পরপর আঘাতের ধাক্কা সামলে নিয়ে অধিনায়ক নিকোলাস পুরান ও ব্রান্ডন কিংয়ের ব্যাটে ভর করে আগাচ্ছিল ক্যারিবীয়রা।
তবে পুরান-কিংয়ের ৭৪ রানের জুটি ভেঙেছেন মোসাদ্দেক হোসেন। দলকে শতকে পৌঁছে দিয়ে মোসাদ্দেকের বলে এলবির শিকার হয়ে ৩৪ বলে সাজঘরে ফিরেছেন অধিনায়ক পুরান।
এর আগে ব্যাট হাতে নেমেই ডমিনিকায় তাণ্ডব শুরু করেছিলেন ক্যারিবীয় ব্যাটার কাইল মায়ার্স। তবে তাকে থিতু হতে দেননি বাংলাদেশের মেহেদী হাসান। ৯ বলে ১৭ রান করে মায়ার্স ফিরেছেন সাজঘরে। এপর সাকিবের বলে শূন্য রানে সাজঘরে ফিরেছিলেন শামার ব্রুকস।
শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস হেরে ফিল্ডিং নিতে বাধ্য হয় বাংলাদেশ। একাদেশ আনা হয় দুই পরিবর্তন। পিঠের সমস্যার কারণে খেলছেন না উদ্বোধনী ব্যাটসম্যান মুনিম শাহরিয়ার। বাদ পড়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদও। দলে এসেছেন মোসাদ্দেক হোসেন ও তাসকিন আহমেদ।
বাংলাদেশ একাদশ, এনামুল হক, লিটন দাস, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি স্থায়ী হয়েছিল মাত্র ১৩ ওভার। খেলা শুরু হতে দেরি হয়েছে, পরে সেটি নেমে এসেছে ১৬, ১৪, ১৩ ওভারে। শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত হয়েছিল।
বিডি প্রতিদিন/নাজমুল