৮ আগস্ট, ২০২২ ২২:২৩

বেটউইনারের সাথে সাকিবের চুক্তি: বিসিবির সমঝোতা চেষ্টা, সামনে কী ঘটছে?

নিজস্ব প্রতিবেদক

বেটউইনারের সাথে সাকিবের চুক্তি: বিসিবির সমঝোতা চেষ্টা, সামনে কী ঘটছে?

সাকিব আল হাসান কখনো সহজ-সোজা পথে হাঁটেন না। হয় তিনি জেনেবুঝে ইচ্ছে করে বিতর্কে জড়ান অথবা বিতর্ক এসে তাকে জাপ্টে ধরে। এবারও তেমন এক কাণ্ড ঘটিয়েছেন অলরাউন্ডার সাকিব। যার কাঁধে বর্তমানে বাংলাদেশের সাদা পোশাকের কাপ্তানির ভার।

সম্প্রতি তিনি সাইপ্রাসভিত্তিক অনলাইন বেটিং সাইট বেটউইনারের অঙ্গ প্রতিষ্ঠান বেটউইনার নিউজের শুভেচ্ছা দূত হয়েছেন। এটি কাগজে কলমে একটি নিউজ পোর্টাল হলেও বেটিং সাইটের সাথে এর সম্পৃক্ততা আছে।  আর সেই কারণেই এমন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের কোনো ক্রিকেটারের চুক্তির অনুমোদন দেবে না বিসিবি, কড়া ভাষায় জানিয়ে দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। 

বিসিবির অনুমতি না নিয়ে চুক্তিতে জড়িয়েও নিয়ম ভেঙেছেন সাকিব। তবে যেহেতু চুক্তি হয়ে গেছে, তাই সাকিবের সাথে যোগাযোগ করে বিষয়টি সুরাহার চেষ্টা করছে বিসিবি, তেমনটাই জানা গেছে। 

বাংলাদেশের আইন অনুযায়ী অনলাইন বেটিং বা জুয়া পুরোপুরি নিষিদ্ধ। এ নিয়ে আইসিসি, বিসিবিরও কঠোর নীতিমালা আছে। তিন বছরের জন্য বিপিএলের ফ্র্যাঞ্চাইজি হতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর কাছে ইওআই (এক্সপ্রেশন অব ইনটারেস্ট) চেয়ে কদিন আগে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছে বিসিবি। যেখানে পরিষ্কার করে উল্লেখ করা হয়, কোনো বেটিং বা অনলাইন বেটিং সংস্থা এতে অংশ নিতে পারবে না।
 
এ নিয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস সোমবার বলেছেন, ‘আমরা এই ধরনের জিনিসগুলোর প্রতি জিরো টলারেন্স দেখাই। এখানে যে সম্পৃক্ততা দেখা যাচ্ছে, এ ধরনের কোনও একটা কোম্পানির সঙ্গে সাকিবের চুক্তি হয়েছে। আমরা তাকে জানিয়েছি, সেও জানে ব্যাপারটা। আমরা এটা যতো দ্রুত সম্ভব সমাধান করার চেষ্টা করছি।’

জালাল ইউনুসের মনে করেন দুই একদিনের মধ্যেই বেটউইনার নিউজের সঙ্গে সাকিবের চুক্তির ব্যাপারটি সমাধান হয়ে যাবে। তিনি বলেন, ‘একটা ইস্যু হয়েছে এবং এটা নিয়ে আমরা তার সাথে যোগাযোগে আছি। একবার তার সাথে যোগাযোগ হয়েছে। এই ইস্যুটা আমাদের সমাধান করা দরকার। এই সমস্যা সমাধানের জন্য আমরা তার সাথে আলাপ করছি। দুই-একদিনের মধ্যে আপনারা জানতে পারবেন।’

বিসিবি সভাপতির মতো করেই জালাল ইউনুসও বললেন ‘আমরা এটা মানছি না বলেই তাকে জানানো হয়েছে। সে আমাদের খেলোয়াড়, সেও বুঝবে। আর কেউ তো বিতর্কিত কোথাও জড়াতে চায় না। জেনে হোক, অজান্তে হোক কিংবা ভুলে; আমরা তাকে বলেছি। এটা সমাধানের চেষ্টা করছি। আশা করছি দ্রুত সমাধান করে ফেলবো।’

এখন দেখার বিষয় সাকিবের সুবোধ ফিরবে নাকি ঘটবে অন্য কিছু? 

 


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর