১২ দিন পরেই টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল ময়দানে নামছে টিম টাইগার্স। তার প্রস্তুতি হিসেবেই মূলত বর্তমানে ত্রিদেশীয় সিরিজ খেলতে নিউজিল্যান্ডে আছে বাংলাদেশ ক্রিকেট দল।
তবে এখনও ঠিক করা যায়নি ওপেনার হিসেবে বিশ্বকাপের মঞ্চে থাকছেন কারা। এমনকি মূল একাদশ নিয়েও এখনও যথেষ্ট দোলাচল আছে। এশিয়া কাপের প্রথম ম্যাচে ওপেনার ছিলেন নাঈম শেখ আর এনামুল বিজয়। দ্বিতীয় ম্যাচে সাব্বির রহমান ও মেহেদী হাসান মিরাজ।
এরপর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজে যথারীতি মিরাজ-সাব্বিরকে খেলিয়েছে টিম ম্যানেজমেন্ট। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচেও যথারীতি ওপেনিংয়ে ছিলেন মিরাজ-সাব্বির জুটি।
তবে পরীক্ষা-নিরীক্ষা খেলায় ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে ওপেনিংয়ে আনা হল নাজমুল শান্ত, তার সাথে থাকলেন মেহেদী মিরাজ। তবে তৃতীয় ম্যাচে আবার ওপেনিং জুটিতে পরিবর্তন। এবার মিরাজ বাদ গেলেন। তিন থেকে টেনে লিটন দাসকে আনা হলো ওপেনে। তার সাথে থাকলেন শান্ত। আর সৌম্য আসলেন তিনে।
নিউজিল্যান্ডের বিপক্ষে বুধবারের ম্যাচেও লিটন-শান্ত জুটি সফল হতে পারেনি। ২০৯ রানের টার্গেটের ম্যাচে ২১ বলে এই জুটি তুলতে পেরেছে মাত্র ২৪ রান।
সবশেষ ৯ ম্যাচে এ নিয়ে বাংলাদেশের এটি ষষ্ঠ ওপেনিং জুটি। তারপরও সুফল মিলছে না। বাংলাদেশ এখনও জানে না আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের ওপেনিংয়ে থাকছে কারা।
অধিনায়ক সাকিবের কণ্ঠেও তাই হতাশার সুর। তিনি বলেন ‘আমরা খুব বেশি দূরে নেই। একটি-দুটি জায়গায় হয়তো বদল আনতে চাইব, সত্যি বলতে কি, আমাদের হাতে খুব বেশি বিকল্পও নেই। বিশ্বকাপে আমাদের দলটা কেমন হবে, সেটি আমাদের জানা। সেরা কম্বিনেশনটা বুঝতেই শুধু সবাইকে খেলার সুযোগ দিচ্ছি।’
তবে সেরা কম্বিনিশন কী হবে, বিশ্বকাপের ময়দানেও সেটা সাকিব বুঝে উঠতে পারবেন কিনা থেকে যাচ্ছে সেই প্রশ্ন।
বিডি প্রতিদিন/নাজমুল