টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক দেশ অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে টানা দুই ম্যাচে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জয় করে নিয়েছে ইংলিশরা।
সিরিজের প্রথম ম্যাচ রোমাঞ্চ ছড়ালেও দ্বিতীয় ম্যাচ ছিল ইংল্যান্ডের হাতের মুঠোয়। জয়ের জন্য শেষ ওভারে অজিদের দরকার ছিল ২২ রান। হাতে ৪ উইকেট।
টি-টোয়েন্টিতেও এই সমীকরণ খুব একটা সহজও নয়। ক্রিজে ম্যাথু ওয়েড থাকায় অজি ভক্তরা হয়তো আশাবাদীই ছিলেন। তবে স্যাম কারেনের বলে শেষ ওভারে ১৩ রানের বেশি নিতে পারেনি এই অজি ব্যাটাররা।
আগে ব্যাট করতে নামা ইংল্যান্ডের হয়ে ৪৯ বলে ৮২ রানের ঝোড়ো ইনিংস খেলেন ডেভিড ম্যালান। পরে বল হাতে ৪ ওভারে মাত্র ২৫ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন স্যাম কারেন।
প্রথম ম্যাচে ২০৮ রান করা ইংল্যান্ড দ্বিতীয় ম্যাচে করতে পারে ১৭৮ রান। জবাবে ইংল্যান্ড থেমেছে ৬ উইকেটে ১৭০ রানে।
বিডি প্রতিদিন/নাজমুল