ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার সকাল ৮টায় ম্যাচটি শুরু হয়।
তবে টানা তিন ম্যাচ হেরে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে খেলা হচ্ছে না টাইগারদের। সর্বশেষ ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৮ রানে হেরেছে দলটি। ফলে আজ নিয়ম রক্ষার ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয় সাকিব আল হাসানের দল।
এদিকে বৃহস্পতিবারও ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষেও ওপেনিং জুটি নিয়ে শেষবারের মতো পরীক্ষা-নিরীক্ষার চালানো হতে পারে, এমন আভাসই দিয়েছেন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড।
তিনি বলেন, নতুন বলে ওপেনিংয়ের ক্ষেত্রে অনেক ম্যাচআপ ব্যবহার করেছি আমরা। ওপরের সারির চার ব্যাটসম্যানকে অনেক অদলবদল (মিক্সিং) করেছি। এখন শ্রীরাম অনেক কম্বিনেশন দেখছে। যেখানে তাকে নিখুঁত হতে হবে। বিশেষ করে আগামীকাল (আজ) শেষবারের মতো দেখবে তার কী করা উচিত, এই কাজের জন্য সঠিক লোক খুঁজে বের করার জন্য।
বিডি প্রতিদিন/এমআই