কাতার ফুটবল বিশ্বকাপের আগে দারুণ ছন্দে রয়েছেন পিএসজি তারকা লিওনেল মেসি। নেইমারকে বিশ্রাম দেওয়া ম্যাচেও মেসি ও কিলিয়ান এমবাপ্পের ঝলকে ৩-০ গোলে জয় পেয়েছে প্যারিস জায়ান্টরা।
এ রাতে এমবাপ্পে করেছেন জোড়া গোল, দুটি গোলেই সহায়তা করেছেন মেসি। পিএসজির অন্য গোলটি মেসির, যেটিতে সহায়তা করেন এমবাপ্পের।
নেইমার না থাকলেও অ্যাজাক্সিওর বিপক্ষে চড়া আক্রমণে ছিল পিএসজি। আর সামনে থেকে সেই আক্রমণে নেতৃত্ব দেন মেসি। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন এমবাপ্পে।
এই জয়ে ১২ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান পোক্ত করেছে পিএসজি। দ্বিতীয় স্থানে থাকা লরাঁর পয়েন্ট ১১ ম্যাচে ২৬।
বিডি প্রতিদিন/নাজমুল