বিরাট কোহলি ও শুভমন গিলের ঝড়ো সেঞ্চুরিতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ৩৯০ রান তুলেছে ভারত। শেষ ম্যাচে জিততে হলে শ্রীলঙ্কার প্রয়োজন ৩৯১ রান। যদিও সিরিজ ইতিমধ্যেই জিতে নিয়েছে রোহিত শর্মার দল।
রবিবার টস জিতে ব্যাটিংয়ে নামে ভারত। শুরু থেকেই বড় রানের লক্ষ্য নিয়েছিল দলটি। রোহিত এবং শুভমন শুরু থেকেই দ্রুত রান তুলছিলেন। কিন্তু পুল মারতে গিয়ে ৪২ রান করে আউট হন রোহিত। নিজের প্রিয় শট খেলতে গিয়েই উইকেট দিলেন তিনি।
তার আউটের পর মাঠে নামেন কোহলি। এদিন শুভমন ও কোহলি শ্রীলঙ্কার বোলারদের নিয়ে ছেলে খেলা করেন। ৯৭ বলে শতরান করেন শুভমন। পরে ১১৬ রানে সাজঘরে ফিরেন তিনি। কিন্তু বিরাট ১৬৬ রানে অপরাজিত থাকেন। পুরো ইনিংসে ১৪টি ছক্কা মেরেছে ভারত। এর মধ্যে ৮টি ছক্কাই মারেন বিরাট। ১১০ বলে ১৬৬ রান করেন তিনি।
এছাড়া শ্রেয়াস আয়ারের ব্যাট থেকে ৩৮ রান আসে। কেএল রাহুল ও সূর্যকুমার যাদব এদিন দুই অঙ্কের ঘর পেরোতে পারেননি। সবশেষে পাঁচ উইকেট হারিয়ে ৩৯০ রান তোলে ভারত।
শ্রীলঙ্কার হয়ে ওয়ানিন্দু হাসরঙ্গ ১০ ওভারে ৫৪ রান দেন। কোনো উইকেট পাননি তিনি। দুটি করে উইকেট নেন কাসুন রাজিতা এবং লাহিরু কুমারা। একটি উইকেট নেন চামিকা করুণারত্নে। মাঠ ছাড়ার আগে ভ্যান্ডারসে ৭ ওভারে ৫৯ রান দেন। দাসুন শানাকা ৩ ওভারে ১৯ রান দেন। নুয়ানিন্দু ফেরান্দো ২ ওভারে দেন ২২ রান।
বিডি প্রতিদিন/এমআই