সাত বছর পর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে ইংল্যান্ড ক্রিকেট দল। ২৩ সদস্যের দল শুক্রবার সকালে বাংলাদেশে পা রাখেন। এর আগে গতকাল ঢাকায় এসেছিলেন পেসার সাকিব মাহমুদ। বাংলাদেশে এলো থ্রি লায়নরা।
বিমানবন্দর থেকে জস বাটলাররা সরাসরি টিম হোটেলে চলে যান। আগামীকাল থেকে মিরপুরে ইংলিশ ক্রিকেট দলের অনুশীলনের কথা রয়েছে। আজ তারা বিশ্রাম করেই কাটাবেন। শুধু টি-টোয়েন্টি দলে থাকা ক্রিকেটাররা ৬ মার্চের মধ্যে ঢাকায় এসে পৌঁছাবেন বলে জানা গেছে।
১ মার্চ থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। একদিন বাদেই ৩ মার্চ হবে দ্বিতীয় ওয়ানডে। প্রথম দুই ওয়ানডে হবে মিরপুরে। ৬ মার্চ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। একই মাঠে ৯ মার্চ থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ১২ ও ১৪ মার্চ শেষ দু'টি ম্যাচ হবে মিরপুরে।
এই সিরিজে প্রতিটি ম্যাচ হবে দিবারাত্রি। ওয়ানডে ম্যাচ শুরু হবে দুপুর ১২টায়, আর টি-টোয়েন্টি ম্যাচ হবে বিকেল ৩টায়।
ওয়ানডে সিরিজ বিশ্বকাপ সুপার লিগের অংশ। যদিও উভয় দল ইতোমধ্যে ২০২৩ বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ