২৬ ফেব্রুয়ারি, ২০২৩ ১২:৩৮

জাদেজাকে ভারতের সহ-অধিনায়ক চান হরভজন

অনলাইন ডেস্ক

জাদেজাকে ভারতের সহ-অধিনায়ক চান হরভজন

রবীন্দ্র জাদেজা। ফাইল ছবি

সম্প্রতি বাজে ফর্মের কারণে সমালোচনার শিকার হয়েছেন লোকেশ রাহুল। একাদশে তার জায়গা নিয়েও প্রশ্ন তুলছেন একাধিক সাবেক ক্রিকেটার। এমনকি ফর্ম না থাকায় ভারতীয় দল থেকে তার সহ-অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়েছে। তার জায়গায় কাকে দায়িত্ব দেওয়া যায়, তা নিয়ে চলছে আলোচনা।

তবে ভারতীয় দলের সাবেক অফ স্পিনার হরভজন সিংহ মনে করেন, রবীন্দ্র জাদেজাকেই ভারতের পরবর্তী সহ-অধিনায়ক করা উচিত।

সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি বলেছেন, এই মুহূর্তে ভারতের কোনো সহ-অধিনায়ক নেই। আমি মনে করি অধিনায়ক বা সহ-অধিনায়ক তাকেই করা উচিত, যে নিশ্চিতভাবেই প্রথম এগারোয় থাকবে। তা সে খেলাটা দেশে বা বিদেশে যেখানেই হোক না কেন। আমার মনে হয়, জাদেজা ঠিক সেই ধরনেরই ক্রিকেটার। সে এই জায়গায় এখন সবচেয়ে যোগ্য। তাতে সে আরও অনেক বেশি দায়িত্ববান হয়ে উঠবে।

জাদেজা এখন খুবই ভালো খেলছে। তাছাড়া সে যথেষ্ট সিনিয়র। খেলছেও বহুদিন। ব্যাটিং-বোলিং দু’বিভাগেই সাফল্য পাচ্ছেন বলে জানান তিনি।

হরভজন সিংহের মতে, ‘আমি মনে করি এই মুহূর্তে জাদেজার সমমানের কোনো অলরাউন্ডার বিশ্বে নেই।’

বিডি প্রতিদিন/এমআই

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর