রিয়াল মাদ্রিদের সাথে পয়েন্ট ব্যবধান বাড়িয়ে নেওয়ার সুযোগ আবারও হাতছাড়া করল বার্সেলোনা। নখদন্তহীন ফুটবল খেলে আলমেরিয়ার মাঠ থেকে হেরে ফিরেছে কাতালান জায়ান্টরা।
রবিবারের লা লিগার ম্যাচটিতে ১-০ গোলে হেরেছে কোচ জাভির দল। বার্সাকে হারানো একমাত্র গোলটি করেছেন আলমেরিয়ার এল বিলাল তুরে। বার্সার বিপক্ষে এটিই দলটির প্রথম জয়। প্রথমার্ধে বিলাল বুলেট গতির শটে গোলটি আদায় করে নেন। তার দেওয়া সেই গোল আর শোধ করতে পারেনি বার্সা।
প্রতিপক্ষের মাঠে বল নিয়ন্ত্রণে রেখে আক্রমণাত্মক ফুটবল দিয়ে শুরু করেছিল বার্সেলোনা। আলমেরিয়াকে চাপেও রেখেছিল। কিন্তু আক্রমণভাগের ব্যর্থতায় কাতালান জায়ান্টরা কার্যকর কোনো সুযোগ তৈরি করতে পারেনি।
খেলার ২৪তম মিনিটেই এগিয়ে যায় আলমেরিয়া। ধাক্কা সামালানোর বদলে ২৭তম মিনিটেই দ্বিতীয় গোল হজম করতে বসেছিল বার্সা। লিও বাপতিস্তাওয়ের চেষ্টা অবশ্য আটকে দিয়েছেন টের স্টেগেন।
২৩ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট শীর্ষেই আছে বার্সেলোনা। ৫২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রিয়াল। এই জয়ের পর ২৫ পয়েন্ট নিয়ে আলমেরিয়া আছে ১৫ নম্বরে।
বিডি প্রতিদিন/নাজমুল