২০ মার্চ, ২০২৩ ২০:১৫

ওয়ানডেতে সাত হাজার রানের মাইলফলকে মুশফিক

অনলাইন ডেস্ক

ওয়ানডেতে সাত হাজার রানের মাইলফলকে মুশফিক

মুশফিকুর রহিম। ফাইল ছবি

এবার ওয়ানডে ক্যারিয়ারে সাত হাজার রান পূর্ণ করলেন মুশফিকুর রহিম। সোমবার সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে এই মাইলফলক স্পর্শ করেন তিনি।

তামিম ইকবাল ও সাকিব আল হাসানের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে ওয়ানডে ক্রিকেটে সাত হাজারি ক্লাবে প্রবেশ করলেন মুশফিক।

আজকের ম্যাচের আগে ৭ হাজার রান থেকে ৫৫ রান দূরে ছিলেন মুশফিক। আইরিশদের বিপক্ষে প্রথম ম্যাচের মতো দ্বিতীয়টিতেও স্বভাবজাত আগ্রাসী ব্যাটিং দিয়েই শুরু করেন তিনি।

মাত্র ৩৩ বলে তুলে নেন দারুণ এক ফিফটি। পরের ওভারের প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়ে পৌঁছে যান সাত হাজারি ক্লাবে। শেষ পর্যন্ত ৬০ বলে সেঞ্চুরি করে অপরাজিত ছিলেন তিনি।

এর আগে সিরিজের প্রথম ম্যাচে সাত হাজার রানের মাইলফলকে পৌঁছান অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে বাংলাদেশের হয়ে সবার আগে এই কীর্তি স্পর্শ করেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। এই বাঁহাতি ওপেনার অবশ্য প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে আট হাজারি ক্লাবেও প্রবেশ করেছেন।

বিডি প্রতিদিন/এমআই

সর্বশেষ খবর