৬ মে, ২০২৩ ১৮:২৬

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ নিয়ে যা বললেন বাশার

অনলাইন ডেস্ক

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ নিয়ে যা বললেন বাশার

সংগৃহীত ছবি

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে ইংল্যান্ড সফরে গেছে বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দল। বর্তমানে সেখানে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টা করছেন তামিম ইকবালরা।  

চেমসফোর্ডের কন্ডিশনই বাংলাদেশ দলের নির্বাচক হাবিবুল বাশার বলেছেন, ‘আমি মনে করি, সিরিজটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। আমাদের একটা (প্রস্তুতি) ম্যাচ খেলার সুযোগ ছিল। ম্যাচটা খেলতে পারলে খুব ভালো হতো। যদিও অনুশীলনের কিছুটা সুযোগ পাচ্ছি, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সময় পাচ্ছি হাতে। তবে একটা ম্যাচ খেলতে পারলে খুব ভালো হতো। কারণ কন্ডিশন পুরোপুরি ভিন্ন।’  

পূর্বাচলে শনিবার ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বাশার। তিনি বলেছেন, ‘যদি জুলাই-অগাস্ট মাসে খেলা হতো, আমাদের জন্য ভালো হতো। কারণ ওই সময় ইংল্যান্ডের উইকেট একদম শুষ্ক থাকে। যেটা আমাদের ফেভারে থাকত। আমরা সবসময় ওই সময় ইংল্যান্ডে ভালো খেলি। কিন্তু এই মে মাসের দিকে উইকেট একটু নরম থাকে, বৃষ্টি হয়। কন্ডিশনটা কিন্তু খুব চ্যালেঞ্জিং।’ 

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর