৮ মে, ২০২৩ ০৩:২১

মেসিকে ছাড়াই জিতল পিএসজি, শিরোপাও আরও কাছে

অনলাইন ডেস্ক

মেসিকে ছাড়াই জিতল পিএসজি, শিরোপাও আরও কাছে

চোটের কারণে নেই নেইমার। শৃঙ্খলা ভাঙার দায়ে নিষিদ্ধ লিওনেল মেসিও ছিলেন না মাঠে। তবে পথ দেখালেন কিলিয়ান এমবাপ্পে। সহজেই তোয়াকে হারিয়ে শিরোপার আরও কাছে এগিয়ে গেল পিএসজি।

প্রতিপক্ষের মাঠে এমবাপ্পের দল জিতেছে ৩-১ গোলে।

এমবাপ্পে দলকে এগিয়ে নেন সুযোগের সদ্ব্যবহার করে। ব‍্যবধান দ্বিগুণ করেন উগো একিতিকে। শেষ দিকে ব‍্যবধান কমায় তোয়া। তবে পিএসজির ফাবিয়ান রুইসের পাল্টা গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে পিএসজি।

৩৪ ম‍্যাচে ২৫ জয় ও তিন ড্রয়ে পিএসজির পয়েন্ট ৭৮। সমান ম‍্যাচে ৭২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে লঁস।  


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর