২৬ জুন, ২০২৩ ২১:১৭

মহাশূন্যে এক লাখ ২০ হাজার ফুট উচ্চতায় উন্মোচিত হল বিশ্বকাপ ট্রফি

অনলাইন ডেস্ক

মহাশূন্যে এক লাখ ২০ হাজার ফুট উচ্চতায় উন্মোচিত হল বিশ্বকাপ ট্রফি

মহাশূন্যে উন্মোচিত হল ২০২৩ সালের ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ট্রফি। আইসিসি জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে এক লাখ ২০ হাজার ফুট উচ্চতায় স্ট্র্যাটোস্ফিয়ারে বিশ্বকাপের ট্রফি উন্মোচন করা হয়েছে। 

যা বিশেষ প্রযুক্তির মাধ্যমে গুজরাটের আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অবতরণ করেছে। যে মাঠেই ২০২৩ সালের বিশ্বকাপের ফাইনালের আসর বসবে। 

সেখান থেকে বিশ্বের মোট ১৮টি দেশে ঘুরবে বিশ্বকাপের ট্রফি। আগামী ৪ সেপ্টেম্বর থেকে ভারতেই থাকবে বিশ্বকাপের ট্রফি। 

সূত্রের খবর বলছে, বিশ্বকাপের জন্য ১২টি ভেন্যু বেছে নেওয়া হয়েছে। এই ১২টি ভেন্যু হল-চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, তিরুবনন্তপুরম, মুম্বই আমেদাবাদ, পুনে, লখনউ, দিল্লি, গুয়াহাটি, কলকাতা এবং ধর্মশালা। 

আগামীকাল মুম্বাইয়ের একটি বিলাসবহুল হোটেলে জাঁকজমকপূর্ণ আয়োজনে ঘোষিত হবে বিশ্বকাপের সূচি।

সূত্র: আইসিসি

বিডি প্রতিদনি/নাজমুল

সর্বশেষ খবর