৫ আগস্ট, ২০২৩ ০৪:৪১

মৌসুমের প্রথম শিরোপা লড়াই: নিজেদের ফেভারিট মানছেন না গার্দিওলা

অনলাইন ডেস্ক

মৌসুমের প্রথম শিরোপা লড়াই: নিজেদের ফেভারিট মানছেন না গার্দিওলা

ফাইল ছবি

সবশেষ মৌসুমের চোখধাঁধানো অর্জন, বর্তমানেও স্কোয়াডে শক্তির যে গভীরতা, তাতে ২০২৩-২৪ মৌসুমেও সব প্রতিযোগিতায় ম্যানচেস্টার সিটিকে দেখা হচ্ছে ফেভারিট হিসেবে। পেপ গার্দিওলা অবশ্য সেভাবে ভাবতে চান না। আসছে কমিউনিটি শিল্ডের লড়াইয়েই যেমন অভিজ্ঞ এই কোচ এগিয়ে রাখছেন আর্সেনালকে। তিনি বললেন, এই মুহূর্তে সেরা অবস্থায় নেই তার দল।

২০২২-২৩ মৌসুমে নিজেদের ইতিহাসে সেরা সাফল্য পায় সিটি। তাদের অর্জনের ভান্ডারে প্রথমবারের মতো যোগ হয় চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি। কেবল তাই নয়, মাত্র দ্বিতীয় ইংলিশ ক্লাব হিসেবে 'ট্রেবল' (ইংলিশ প্রিমিয়ার লিগ ও এফএ কাপসহ) জয়ের অসামান্য কীর্তি গড়ে তারা।

প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে অবশ্য মৌসুমের অধিকাংশ সময় এগিয়ে ছিল আর্সেনাল। কিন্তু শেষ দিকে তারা পথ হারালে নিয়ন্ত্রণ নেয় সিটি এবং শেষ পর্যন্ত কয়েক রাউন্ড বাকি থাকতেই চ্যাম্পিয়নশিপ জিতে নেয় তারা। অন্যান্য প্রতিযোগিতায়ও আগেভাগে বিদায় নেওয়ায় মৌসুমের শেষ দিকে ব্যস্ততা ছিল না মিকেল আর্তেতার দলের।

সেই বিবেচনায় গার্দিওলার কাছে নতুন মৌসুমের শুরুতে মিকেল আর্তেতার দলকেই বেশি তরতাজা মনে হচ্ছে। আগামী রবিবার কমিউনিটি শিল্ডের শিরোপার লড়াইয়ে মাঠে নামবে সিটি ও আর্সেনাল। ম্যাচটির আগে শুক্রবার (০৪ আগস্ট) সংবাদ সম্মেলনে গুয়ার্দিওলা বললেন, এই লড়াইয়ে একটু হলেও সুবিধাজনক অবস্থানে থাকবে আর্সেনাল।

তিনি বলেন, আমরা এমন একটা অবস্থায় আছি, যেখানে আমরা (সবশেষ মৌসুম) আর্সেনালের চেয়ে দুই সপ্তাহ পরে শেষ করেছি এবং (নতুন মৌসুমের প্রস্তুতি) তাদের চেয়ে দুই সপ্তাহ পরে শুরু করেছি। তাই আমরা সেরা অবস্থানে নেই। প্রতি মৌসুমেই আমরা নতুন করে শুরু করার জন্য সংগ্রাম করি, তবে ঠিকই আছে। আশা করি, লড়াকু মানসিকতা আমাদের (শীর্ষ পর্যায়ে) নিতে এবং প্রতিদ্বন্দ্বিতা করতে সাহায্য করবে।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর