২২ সেপ্টেম্বর, ২০২৩ ১৪:১৩

পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডে নেই নাসিম শাহ

অনলাইন ডেস্ক

পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডে নেই নাসিম শাহ

নাসিম শাহ (ফাইল ছবি)

নানা নাটকীয়তার পর অবশেষে ঘোষণা করা হল পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড। এশিয়া কাপের দলটাই কিছু পরিবর্তন করে বিশ্বকাপের জন্য সাজিয়েছে পাকিস্তান। তবে চোটের কারণে দলে রাখা হয়নি নাসিম শাহকে। তার পরিবর্তে দীর্ঘদিন পর ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার হাসান আলী।

এর আগে চোটের কারণে এশিয়া কাপ থেকে ছিটকে যান নাসিম শাহ। একই কারণে এই পেসারকে রাখা হয়নি বিশ্বকাপ দলেও। তার পরিবর্তে লম্বা সময় পর জাতীয় দলে ফিরেছেন হাসান আলী। আরেক পেসার হারিস রউফকে নিয়ে কিছুটা শঙ্কা ছিল। তবে সেটা কেটে গেছে। তিনি দলে আছেন। 

পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড-

বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, ইমাম উল হক, আবদুল্লাহ শফিক, ইফতিখার আহমেদ, শাদাব খান (সহ-অধিনায়ক), মোহাম্মদ নাওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সালমান আলী আগা, ওসামা মীর, সৌদ শাকিল, হাসান আলী।

রিজার্ভ ক্রিকেটার- মোহাম্মদ হারিস, আবরার আহমাদ, জামান খান।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

Left Image
Right Image

সরিষা ইলিশের আসল স্বাদ, সহজেই রাঁধুনী সরিষা ইলিশ মশলায়

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর