এবার সৌদি আরবের ঐতিহ্যবাহী পোশাকে তরবারি হাতে দাঁড়িয়ে গেলেন পর্তুগিজ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। কেবল তাই নয় গানের সাথে ঠোঁট মেলালেন।
গতকাল শুক্রবার দেশটির জাতীয় দিবসে ফুটবল ক্লাব আল নাসরের পোস্ট করা ভিডিওতে এই সাজে দেখা যায় তাকে।
শুধু রোনালদোই নয়, এই ক্লিপটিতে একইভাবে যুক্ত ছিলেন সাদিও মানে-আলেক্স তেলেসরাও।
ইউরোপীয় ফুটবলের পাঠ চুকিয়ে ২০২২ সালে সৌদি ক্লাব আল নাসরে যোগ দিয়েছেন রোনালদো। এরপর একে একে ইউরোপের অনেক তারকা ফুটবলারকে নিজেদের লিগে আনে সৌদি আরব।
শুক্রবার সৌদি আরবের জাতীয় দিবসের বিশেষ এক উদ্যোগের হিসেবে আল নাসর এই ভিডিওটি প্রকাশ করে। প্রতি বছরের ২৩ সেপ্টেম্বর সৌদি আরব নিজেদের জাতীয় দিবস পালন করে। সেই ভিডিওতে সৌদির ঐতিহ্যবাহী পোশাক পরে গান ও সুরে তাল মেলাতে দেখা যায়। সুর মেলানোর পাশাপাশি তলোয়ার হাতে নেতৃত্ব দিচ্ছেন সবাইকে। তার সঙ্গে ছিলেন সতীর্থ আবদুল্লাহ আল খাইবারি, মার্সেলো ব্রোজোভিক ও সুলতান আল ঘানাম।
বিডি প্রতিদিন/নাজমুল