কাজাকিস্তানের আলমাটি শহরের শুরু হয়েছে ওয়ার্ল্ড স্কুল তুগুজকুমালাক চ্যাম্পিয়নশিপ (অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৭)। গত ২০ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে, চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত।
চ্যাম্পিয়নশিপে ওয়ার্ল্ড তুগুজকুমালাক ফেডারেশনের সহ-সভাপতি ও বাংলাদেশ ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আল মামুনের নেতৃত্বে ৬ সদস্য বিশিষ্ট একটি দল অংশগ্রহণ করেছে। যেখানে বাংলাদেশসহ বিশ্বের ১৭টি দেশ অংশগ্রহণ করেছে।
হৃদিতা তাসফিয়া তাহমিদ ৮ পয়েন্ট, ইরা উম্মে সুবাইতা ৬ পয়েন্ট, ফেরদৌস জারিফ ৩ পয়েন্ট নিয়ে ২৪ সেপ্টেম্বর ফাইনাল রাউন্ডে খেলতে নামবেন। মোসাম্মৎ আসমা খাতুন কর্মকর্তা হিসেবে অংশগ্রহণ করেছেন।
উল্লেখ্য, তুগুজকুমালাক সারা বিশ্বের অন্যতম একটি জনপ্রিয় খেলায় পরিণত হয়েছে, যা সেন্ট্রাল এশিয়ার জনপ্রিয় ঐতিহ্যবাহী একটি জাতীয় খেলা, যার আন্তর্জাতিক ফেডারেশন কাজাকিস্তানের আস্তানায় অবস্থিত।
বিডি প্রতিদিন/এমআই