অপ্রত্যাশিতভাবেই এবার গণমাধ্যমের সাথে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আলাপ করে ফেললেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। জানালেন, তিনি এবার মেয়ের বাবা হতে চান।
মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোর কোলজুড়ে এসেছে তিন ছেলে থিয়াগো, চিরো ও মাতেও। এবার ইএসপিএনের সংবাদকর্মী ও বিখ্যাত স্ট্রিমার মিগু গ্রানাদোসকে দেওয়া সাক্ষাৎকারে মেসি জানালেন, তিনি আরো একটি বাচ্চা নিতে চান। আর সেটা হবে কন্যা সন্তানের আশায়। তবে মেসি জানিয়েছেন, এখনো তারা সেই প্রক্রিয়াটা শুরু করেননি।
মেসি নিজেকে ভালো বাবা বলেও দাবি করেছেন ওই আলাপে। তিনি বলেছেন, আমি একজন ভালো বাবা। কারণ, আমার মা-বাবা ভালো ছিলেন।
পিএসজি ছেড়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পেছনেও সন্তানদের ভবিষ্যৎ ভাবনার বিষয়টি কাজ করেছে বলে জানিয়েছেন মেসি।
বিডি প্রতিদিন/নাজমুল