বিশ্ব ক্রিকেটে মানকাডিং আউটের জন্য ভারতের একটা খ্যাতি আছে। যদিও এই আউটকে অনেকেই ভালো চোখে দেখেন না। অনেক ক্রিকেট বিশ্লেষক মনে করেন, এটা বৈধ হলেও গেম স্পিরিটের সাথে বেমানান। এবার সেই মানকাডিং কাণ্ড ঘটাল টাইগাররা।
নিউজিল্যান্ডের বিপক্ষে আজকের ম্যাচে বল করারা আগেই ক্রিজ ছেড়ে বের হওয়ায় কিউই ব্যাটার ইশ সোধিকে নন স্ট্রাইক প্রান্তে রানআউট করেন টাইগার পেসার হাসান মাহমুদ। ফলে টিভি আম্পায়ার রানআউট দেওয়ায় উঠে যেতে শুরু করেন সোধি। কিন্তু তাকে ডেকে পাঠান বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস।
টাইগারদের এমন কাণ্ডে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা রকম আলোচনা-সমালোচনা হচ্ছে। কেউ যেমন মানকাডিংয়ের পর সোধিকে ফিরিয়ে আনায় লিটন ও হাসানের প্রশংসা করছেন। কেউ আবার বলছেন, ক্রিকেটের আইন না মানাটা কেমন উদারতা।
কারো মতে, ফিরিয়েই যেহেতু আনবেন তবে আউট করে এমন নাট করার দরকার কী।
তবে ফিরে এসে হাসি মুখে সোধি হাসান মাহমুদকে জড়িয়েও ধরেছিলেন। এই দৃশ্যটা আবার অনেকের বেশ ভালো লেগেছে।
বিডি প্রতিদিন/নাজমুল