আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ ভারত-পাকিস্তান। আগামী ১৪ অক্টোবর মাঠে গড়াবে ম্যাচটি। ম্যাচটিতে নিজ দেশের চেয়ে ভারতকেই এগিয়ে রাখছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও পেসার ওয়াকার ইউনুস।
তার মতে, পাকিস্তানের তুলনায় ধারাবাহিক দল ভারত। পাকিস্তান দল তাদের সেরা অবস্থায় নেই। তাদের পারফরমেন্স উঠানামা করছে। এজন্য পাকিস্তানের বিপক্ষে এগিয়ে থাকবে ভারতই।
সব সময়ই পাকিস্তান আনপ্রেডিক্টেবল দল হিসেবে পরিচিত পাকিস্তান ১৯৯২ শিরোপা জয়ের আরও একবার শিরোপা জয়ের স্বপ্নে বিভোর। তবে তার আগে ভারতের বিপক্ষে ম্যাচটি পাকিস্তানের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ বহন করছে। কারণ, ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে জয়ের কোনো রেকর্ড নেই পাকিস্তানের।
২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ১০ উইকেটের জয়ে বিশ্ব মঞ্চে ভারতের বিপক্ষে জয় খড়া কাটায় পাকিস্তান। ওই আসরের ফাইনালে খেলেছিল পাকিস্তান। কিন্তু ফাইনালের মঞ্চে হেরে শিরোপা হাতছাড়া করে তারা।
ওয়ানডে র্যাংকিংয়ে দ্বিতীয়স্থানে থেকে বিশ্বকাপ খেলতে নামবে পাকিস্তান। ওয়াকারের মতে, পাকিস্তানের পারফরমেন্স এখন ধারাবাহিক নয়, উঠানামা করছে।
স্টার স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে ওয়াকার বলেন, ‘আমরা সবাই জানি, এটি সবচেয়ে বড় ম্যাচ। আহমেদাবাদে খেলার সময় স্নায়ুর চাপ নিয়ন্ত্রণ করতে হবে। বিষয়টি এমন নয়, ভারতের চেয়ে দুর্বল দল বলে পাকিস্তানই শুধু চাপে থাকবে। চাপে থাকবে ভারতও। স্টেডিয়ামের দর্শকরা দুই দলের ওপরই চাপ তৈরি করবে।’
তিনি আরও বলেন, ‘দুই দলের পারফরমেন্স বিশ্লেষণে অবশ্যই ভারত শক্তিশালী দল। এই মুহূর্তে পাকিস্তানের পারফরমেন্স ওঠানামার করছে।’
এ মাসে অনুষ্ঠিত এশিয়া কাপ খেলতে গিয়ে ইনজুরিতে পড়ে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েন পেসার নাসিম শাহ। তার বাদ পড়াটা পাকিস্তানের জন্য বড় ধাক্কা বলে মনে করেন ২০০৩ বিশ্বকাপে পাকিস্তানের অধিনায়কত্ব করা ওয়াকার। তিনি বলেন, ‘নাসিম না থাকায় অসুবিধায় পড়বে পাকিস্তান। কারণ নতুন বলে শাহিন আফ্রিদি ও নাসিম শাহ একে অপরের পরিপূরক ছিল।’
বিডি প্রতিদিন/আরাফাত