অনুশীলন ম্যাচের পর খানিকটা সময় পেয়েই হায়দ্রাবাদের রেস্তোরাঁয় খেতে গেল বাবর আজমের দল। পাকিস্তানের গোটা ক্রিকেট দলই সামিল হয় এই সফরে। ভক্তদের আবদারও মেটান বাবররা।
শুক্রবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলেছিল পাকিস্তান। পরের দিন দলকে ছুটি দেওয়া হয়। সেই দিনই দলের সকালে মিলে একসঙ্গে খেতে গিয়েছিলেন। সকলেই খোশমেজাজে ছিলেন। ভক্তদের সঙ্গে সেলফি তুলতেও দেখা যায় তাদের। রেস্তোরাঁয় পাকিস্তানের ক্রিকেটারদের জন্য বিশেষ আয়োজন করা হয়েছিল। সকলকে মালা এবং গোলাপ ফুল দেওয়া হয়।
৬ অক্টোবর পাকিস্তানের প্রথম ম্যাচ। হায়দ্রবাদেই হবে সেই ম্যাচ। নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবেন তারা। দ্বিতীয় ম্যাচ শ্রীলঙ্কার বিরুদ্ধে। ১০ অক্টোবর হবে সেই ম্যাচ। তার পরেই ভারতের বিরুদ্ধে খেলবে পাকিস্তান। ১৪ অক্টোবর হবে সেই ম্যাচ। এরপর অস্ট্রেলিয়া (২০ অক্টোবর), আফগানিস্তান (২৩ অক্টোবর), দক্ষিণ আফ্রিকা (২৭ অক্টোবর), বাংলাদেশ (৩১ অক্টোবর), নিউজিল্যান্ড (৪ নভেম্বর) এবং ইংল্যান্ডের (১১ অক্টোবর) বিরুদ্ধে খেলবে পাকিস্তান।
বিডি প্রতিদিন/নাজমুল