বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ইংলিশদের ১৯৭ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ ১৮৮ রানে থামলেও বৃষ্টি আইনে ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৭ ওভারে ১৯৭ রান।
শুরুতে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে নাজমুল হাসান শান্তর দল। যদিও ৪৪ বলে ৪৫ রান করে কিছুটা সময় এক প্রান্ত আগলে ছিলেন তরুণ ওপেনার তানজিদ হাসান। আর মধ্যভাগে দলের হাল ধরেন মেহেদী হাসান মিরাজ। মিরাজ ৮৯ বলে ৭৪ রান করেন। মূলত মিরাজ-তানজিদের ব্যাটেই মুখরক্ষা করার মতো রান স্কোর কার্ডে যোগ করতে পেরেছে টাইগাররা।
বৃষ্টির কারণে ম্যাচটি নেমে আসে ৩৭ ওভারে। ইংলিশদের বোলিং তোপে আর কোনো টাইগার ব্যাটারই ২০ রানের ঘর ছুঁতে পারেননি। ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন লিটন কুমার দাস, নাজমুল শান্ত, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ।
ইংরেজদের হয়ে বল হাতে তোপ দেগেছেন রিস টপলি ও আদিল রশিদরা। টপলি নিয়েছেন সর্বোচ্চ তিন উইকেট।
বিডি প্রতিদিন/নাজমুল