বিশ্বকাপ ক্রিকেট শুরু ৫ অক্টোবর। মূল মঞ্চে বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ অক্টোবর। মূল আসরে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে টাইগাররা। আসামের গুয়াহাটিতে প্রস্তুতি ম্যাচ দুটির প্রথম প্রতিপক্ষ ছিল ১৯৯৬ সালের বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। গতকাল শেষ প্রস্তুতি ম্যাচ খেলেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে।
শ্রীলঙ্কা ম্যাচে জয়টা সহজ হলেও, বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে টাইগারদের ভুগতে হয়েছে কিছুটা। তবে স্বস্তি বলা যেতে পারে ওপেনিং নিয়ে। থ্রি লায়নদের বিপক্ষে লিটনের আউট কতটা যৌক্তিক তা নিয়ে উঠেছে প্রশ্ন। আম্পায়ার আর একটু সতর্ক হলে হয়তো ইনিংসটা বড় করতে পারতেন লিটন। তবে আশা দেখাচ্ছেন তানজিদ তামিম। টানা দ্বিতীয় ম্যাচে খেলেছেন মারকুটে ইনিংস।
মেহেদী মিরাজেও আস্থা খুঁজতে পারবে টিম ম্যানেজম্যান্ট। দুই প্রস্তুতি ম্যাচে ফিফটি হাঁকিয়ে, ব্যাটিং অর্ডারে প্রোমোশনের দাবিটা দিন দিন জোরালো করছেন। তার ব্যাটে রান পাওয়াটা দলের জন্যও ইতিবাচক হিসেবেই দেখছেন নাজমুল হোসেন শান্ত। ম্যাচ শেষে নাজমুল শান্ত বলেন, 'মেহেদী অসাধারণ খেলছে। এটা আমাদের জন্য সৌভাগ্যের, মেহেদী যে কোনো পজিশনে ব্যাট করতে পারে। যেটা এই টুর্নামেন্টে আমাদের সাহায্য করবে।'
নাজমুল শান্ত বলেন, 'আমাদের জন্য এটা খুব ভালো একটা ম্যাচ ছিলো। সবার প্রস্তুতি খুব ভালো হয়েছে। বিশেষ করে আমাদের ফাস্ট বোলারদের কথা বলতে হয়। ওরা দারুণ বোলিং করেছে। প্রথম ম্যাচে এটা আমাদের সাহায্য করবে।'
গুয়াহাটি থেকে বাংলাদেশ দলের গন্তব্য এখন ধর্মাশালা। সেখানেই শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ