এবার আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার টিকেট পেল দক্ষিণ এশিয়ার দেশ নেপাল ও মধ্যপ্রাচ্যের দেশ ওমান।
সেমি-ফাইনালে সহজ জয়ে ফাইনালে জায়গা করে নেয় নেপাল ও ওমান। সেই সাথেই তাদের যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়।
নেপালের কীর্তিপুরে প্রথম সেমি-ফাইনালে বাহরাইনকে ১০ উইকেটে হারিয়েছে ওমান। অন্যদিকে মুলপানিতে হওয়া দ্বিতীয় সেমি-ফাইনালে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে নেপালের জয় পেয়েছে ৮ উইকেটে।শিরোপা নির্ধারণী ম্যাচে রোববার মুখোমুখি হবে দুই দল।
দশ পর যুক্তরাষ্ট্রে ফের টি-টোয়েন্টির বৈশ্বিক আসরে খেলতে নামবে নেপাল। প্রথম ও শেষ বার তারা টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছিল ২০১৪ সালে, বাংলাদেশে। ওমান অবশ্য ২০২১ সালের বিশ্বকাপেও খেলেছিল।
বিডি প্রতিদিন/নাজমুল