শিরোনাম
১২ আগস্ট, ২০২৪ ১৩:০০

পুরোনো ঠিকানায় পাড়ি জমালেন সানচেস

অনলাইন ডেস্ক

পুরোনো ঠিকানায় পাড়ি জমালেন সানচেস

আলেক্সিস সানচেস

পুরোনো ঠিকানায় পাড়ি জমালেন আলেক্সিস সানচেস। ইতালিয়ান ক্লাব উদিনেজে ফিরলেন চিলির এই অভিজ্ঞ ফরোয়ার্ড।

৩৫ বছর বয়সী সানচেসের সঙ্গে দুই বছরের চুক্তি করেছে উদিনেজে। সেরি আর আরেক ক্লাব ইন্টার মিলানের সঙ্গে গত জুলাইয়ে শেষ হয় তার চুক্তির মেয়াদ। ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত উদিনেজে খেলেছিলেন সানচেস। দলটির হয়ে ১১২ ম্যাচে ২১ গোল করার পাশাপাশি অ্যাসিস্ট করেন ২০টিতে।

এরপর যোগ দেন স্প্যানিশ ক্লাব বার্সেলোনায়। তিন মৌসুমে সেখানে ১৪১ ম্যাচে ৪৬ গোল করেন তিনি। ইংলিশ ক্লাব আর্সেনালে চার বছরে ১৬৬ ম্যাচ খেলা সানচেস ৮০ গোল করার পাশাপাশি সতীর্থের ৪৩ গোলে রাখেন অবদান। এরপর দুই দফায় খেলেন তিনি ইন্টার মিলানে। এর মাঝে ম্যানচেস্টার ইউনাইটেডে এক মৌসুম খেলে গোল করতে পারেন কেবল ৫টি।

পুরনো ঠিকানায় নতুন করে শুরু করার লক্ষ্যে আছেন সানচেস। গত মৌসুমে সেরি আয় শেষ দিক থেকে ষষ্ঠ স্থানে ছিল উদিনেজে।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর