লাল বলের ক্রিকেটে ঘরের মাঠে এক প্রকার অজেয় হয়ে উঠেছিল ভারত। বিশ্বের বাঘা বাঘা সব দল ভারতে এসে নাকানিচুবানি খেতো নিয়মিতই। তবে, সেই ঘরের মাঠেই টেস্টে নিউজিল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই হয়েছে তারা।
ভারত নিজেদের মাটিতে হোয়াইটওয়াশ হওয়ায় নাড়া পড়ে গেছে গোটা ক্রিকেট দুনিয়ায়। চুপ করে থাকেননি দেশটির কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারও। সামাজিক যোগাযোগের মাধ্যমে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে সুর মিলিয়েছেন তিনি। জানিয়েছেন, ঘরের মাঠে এমন পরাজয় আসলেই হজম করা কঠিন।
এক্সে দেওয়া এক স্ট্যাটাসে শচীন লিখেছেন, ঘরের মাঠে ৩-০ ব্যবধানে পরাজয় হজম করাটা আসলে বেশ কঠিন। এর ফলে অন্তর্দর্শনের (নিজেদের নিয়ে গভীরভাবে চিন্তা করা) সুযোগ আসে... যে এখানে কি প্রস্তুতির ঘাটতি ছিল, বাজে শট সিলেকশন ছিল, নাকি ম্যাচ অনুশীলনের ঘাটতি ছিল?
মুম্বাই টেস্টে দারুণ ব্যাটিং করা শুভমান গিল এবং রিশভ পান্তের প্রশংসাও করেছেন শচীন। নিউজিল্যান্ড দলকেও প্রশংসায় ভাসিয়েছেন।
শচীন লিখেছেন, শুভমান গিল দ্বিতীয় ইনিংসে দারুণ খেলেছে এবং রিশভ পান্ট দুই ইনিংসেই দারুণ দুটি ইনিংস খেলেছে। তার (পান্টের) ফুটওয়ার্কের কারণে কঠিন একটি উইকেটকেও ভিন্ন লেগেছে। সে দুর্দান্ত ছিল। পুরো কৃতিত্ব দিতে হবে নিউজিল্যান্ড দলকে। পুরো সিরিজে তারা দারুণ ধারাবাহিক ক্রিকেট খেলেছে। ভারতের মাটিতে ৩-০ ব্যবধানে জেতা সম্ভাব্য সেরা সাফল্য।
এবার বোর্ডার-গাভাস্কার ট্রফির পাঁচ টেস্টের সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারত। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে হলে ভারতের জন্য এখন বাঁচামরার সিরিজ এটিই।
বিডি প্রতিদিন/ইই