বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি ফরম্যাটে নতুন অধিনায়ক হিসেবে লিটন দাসকে দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তিন ফরম্যাটে দায়িত্বে থাকা নাজমুল হোসেন শান্ত এবার আনুষ্ঠানিকভাবে সংক্ষিপ্ত সংস্করণের নেতৃত্ব ছেড়ে দিলেন।
নতুন দায়িত্ব পেয়ে সতীর্থ লিটনকে শুভেচ্ছা জানিয়েছেন শান্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় তিনি লেখেন, 'অভিনন্দন লিটন ভাই। আশা করছি, আপনার নেতৃত্বে সংক্ষিপ্ত ফরম্যাটে নতুন উচ্চতায় পৌঁছাবে বাংলাদেশ দল।'
উল্লেখ্য, ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে অনুপস্থিত ছিলেন শান্ত। সেই সফরে অধিনায়কত্ব করেন লিটন এবং তার নেতৃত্বেই বাংলাদেশ সিরিজ জয় করে। এরপর থেকে নেতৃত্বে তার দক্ষতা নজরে আসে বোর্ডের।
লিটনের অধিনায়কত্বের প্রথম অ্যাসাইনমেন্ট হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত সিরিজ। ওই সিরিজ ও পরবর্তী পাকিস্তান সিরিজের জন্য সহ-অধিনায়ক হিসেবে মনোনীত হয়েছেন শেখ মেহেদী হাসান। যদিও লিটনের নেতৃত্ব পূর্ণ মেয়াদের জন্য, সহ-অধিনায়ক হিসেবে শেখ মেহেদী আপাতত এই দুই সিরিজের জন্য দায়িত্ব পালন করবেন।
বিডি প্রতিদিন/মুসা