আগামী বছরের ১১ জুন থেকে কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। তবে কূটনৈতিক টানাপড়েনের কারণে এবারের আসরে মাঠের গ্যালারিতে না-ও দেখা যেতে পারে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের সমর্থকদের।
ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের মধ্যে চলমান রাজনৈতিক উত্তেজনার জেরে ব্রাজিলীয় নাগরিকদের জন্য ভিসা জটিলতা তৈরি হতে পারে। সিএনএন-এর খবরে আরও জানা যায়, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রাজিলীয়দের ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার কথা বিবেচনা করছেন। এই নিষেধাজ্ঞা বিশ্বকাপ চলাকালীনও কার্যকর থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এমন পরিস্থিতিতে বিশ্বকাপে ব্রাজিলীয় ফুটবলপ্রেমীরা মাঠে উপস্থিত থেকে নেইমার, ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো, রাফিনিয়া ও অ্যালিসনের মতো তারকাদের খেলা উপভোগ করতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অনেকেই হয়তো প্রিয় দলকে সমর্থন জানাতে বাধ্য হবেন টেলিভিশন স্ক্রিনের সামনে থেকেই।
উল্লেখযোগ্য যে, সম্প্রতি ওয়াশিংটনে সফররত কয়েকজন ব্রাজিলীয় সিনেটরকে স্বল্পমেয়াদি ভিসা দেওয়া হয়েছে। বিষয়টি দুই দেশের সম্পর্কের টানাপড়েন আরও বাড়িয়ে দিয়েছে।
বিশ্বকাপে ব্রাজিলের কাছ থেকে প্রত্যাশা সবসময়ই থাকে তুঙ্গে। ২০১৯ কোপা আমেরিকা জয়ের পর আর কোনো বড় শিরোপা না জিতলেও তারকা খেলোয়াড়ে পূর্ণ সেলেসাও শিরোপার অন্যতম দাবিদার। তবে সমর্থকদের মাঠে উপস্থিতি না থাকলে দলটির মনোবলে প্রভাব পড়তে পারে বলেই মনে করছেন অনেকে।
এ বিষয়ে ফিফা এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য না করলেও ফুটবল মহলে উদ্বেগ ক্রমেই বাড়ছে।
প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিলে যুক্তরাষ্ট্র ব্রাজিলীয় পণ্যের ওপর শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশে উন্নীত করেছিল। বিশ্লেষকদের মতে, এ সিদ্ধান্ত দুই দেশের কূটনৈতিক সম্পর্কে আরও শীতলতা এনেছে।
সূত্র: সিএনএন
বিডি প্রতিদিন/আশিক