টি-টোয়েন্টি ম্যাচ না খেলেই আইসিসি ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে শীর্ষস্থান দখল করেছেন ভারতের বাঁহাতি ব্যাটার অভিষেক শর্মা। আইসিসির প্রকাশিত সর্বশেষ র্যাংকিংয়ে তিনি এক ধাপ এগিয়ে ৮২৯ রেটিং পয়েন্ট নিয়ে উঠে এসেছেন এক নম্বরে।
অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ওয়েস্ট ইন্ডিজ সিরিজে না খেলায় রেটিং পয়েন্ট হারিয়ে (৮১৪) দ্বিতীয় স্থানে নেমে গেছেন। ফলে সুযোগ কাজে লাগিয়ে অভিষেক হলেন ভারতের হয়ে তৃতীয় ব্যাটার, যিনি টি-টোয়েন্টিতে এক নম্বরে উঠলেন। এর আগে বিরাট কোহলি ও সূর্যকুমার যাদব ভারতের হয়ে শীর্ষে ছিলেন।
অস্ট্রেলিয়ার জশ ইংলিস ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দুর্দান্ত খেলে ৬ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা নবম স্থানে উঠেছেন। টিম ডেভিড ১২ ধাপ এগিয়ে আছেন ১৮ নম্বরে। সিরিজে ২০৫ রান করে সিরিজসেরা হওয়া ক্যামেরন গ্রিন ৬৪ ধাপ এগিয়ে ২৪তম স্থানে।
বোলারদের মধ্যে শীর্ষে রয়েছেন নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি। অলরাউন্ডারদের তালিকায় আগের মতোই শীর্ষে ভারতের হার্দিক পান্ডিয়া।
বিডি প্রতিদিন/মুসা