বুলাওয়েতে দ্বিতীয় দিনটাও নিউজিল্যান্ডের। ইনিংস ব্যবধানে জয়ের লক্ষ্যে ছুটছে তারা। বিপরীতে চাপের মুখে জিম্বাবুয়ে, ইনিংস হার এড়াতে লড়াই করতে হচ্ছে তাদের। প্রথম ইনিংসে জিম্বাবুয়েকে মাত্র ১৪৯ রানে অল আউট করে প্রথম দিনেই বিনা উইকেটে ৯২ রান তুলে কিউইরা।
স্বাগতিক দলকে রান পাহাড়ে চাপা দেয়ার আভাস দিয়েছিল তারা। বড় রানের পুঁজি পেল বটে নিউজিল্যান্ড, তবে পাহাড় গড়া হয়নি।
৩০৭ রানে থামে তাদের ইনিংস, লিড আসে ১৫৮ রানের। লিড ভাঙতে গিয়ে বিপদে স্বাগতিকরা, ৩১ রানে নেই জোড়া উইকেট। বৃহস্পতিবার দ্বিতীয় দিন শেষে জিম্বাবুয়ে ইনিংস হার এড়ানো থেকে ১২৬ রানে পিছিয়ে আছে। হাতে আছে ৮ উইকেট। উইকেটে আছেন নিক ওয়েলচ (২) ও ভিনসেন্ট মাসেকাসা (০)।
এর আগে দিনের প্রথম বলেই কিউইদের ওপেনিং জুটি ভাঙেন মুজারাবানি। উইল ইয়ং ফেরেন ৪১ রান নিয়ে। তবে দ্বিতীয় উইকেট জুটিতে ডেভন কনওয়ে ও হেনরি নিকোলস যোগ করেন আরো ৬৬ রান।
তবে মুজারাবানিই ভাঙেন জুটি, ৫৬ বলে ৩৪ করে ফেরেন নিকোলস। এরপর বড় একটা ঝড় বয়ে যায় যেন নিউজিল্যান্ডের উপর দিয়ে। ১ উইকেটে ১৫৮ থেকে ২৩৩ রান পর্যন্ত যেতেই ৭ উইকেট হারিয়ে ফেলে তারা।
মাঝে ডেভন কনওয়ে ফেরেন ১৭০ বলে ৮৮ রান করে। বাকিদের মাঝে কেউ দুই অংকে যেতে পারেননি। তবে সেখান থেকে দলের স্কোর ৩০০ ছাড়িয়ে নেন ড্যারেল মিচেল। খেলেন ৮০ রানের ইনিংস। শেষ দিকে মিচেল সান্টনার ১৯ ও নাথান স্মিথ করেন ২২ রান। আর বল হাতে জিম্বাবুয়ে পেসার মুজারাবানি পেয়েছেন ৩ উইকেট ও চিভাঙ্গা নিয়েছেন ২ উইকেট।
প্রথম ইনিংসে ১৫৮ রানে পিছিয়ে পড়া জিম্বাবুয়ে লড়ছে ইনিংস হার এড়াতে। তবে ৩১ স্কোরশিটে ৩১ তুলতে হারিয়েছে ২ উইকেট। ব্রায়ান বেনেট ১৮ ও বেন কারেন ফেরেন ১১ রানে।
বিডি প্রতিদিন/নাজিম