ম্যানচেস্টার ইউনাইটেডে ভবিষ্যৎ অনিশ্চিত হলেও এখনই ক্লাব ছাড়তে নারাজ ব্রাজিলিয়ান উইঙ্গার অ্যান্টনি। চলতি গ্রীষ্মে ইতোমধ্যে তিনটি ক্লাবের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। স্প্যানিশ ক্লাব রিয়াল বেতিসে ফেরার আশা নিয়েই অপেক্ষায় আছেন এই ২৫ বছর বয়সী ফুটবলার।
ম্যানচেস্টার ইউনাইটেড গ্রীষ্মকালীন দলবদলের শুরু থেকেই অ্যান্টনিকে বিক্রি করার চেষ্টা করছে। তবে ধারে ছাড়তে রাজি নয় ক্লাবটি। তার জন্য অন্তত ৩০ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফি চাচ্ছে ইউনাইটেড, যা ২০২২ সালে আয়াক্স থেকে আনা ৮৬ মিলিয়ন পাউন্ডের তুলনায় প্রায় ৬৫ শতাংশ কম।
এই পরিস্থিতিতে ব্রাজিলের বোতাফোগো ও সাও পাওলো, এমনকি সৌদি আরবের ক্লাব আল-নাসরের প্রস্তাবও নাকচ করে দিয়েছেন অ্যান্টনি। স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ট জানিয়েছে, তিনি কেবল ম্যানুয়েল পেলেগ্রিনির কোচিংয়ে বেতিসেই ফিরতে চান। বেতনে বড় কাটছাঁটের ব্যাপারেও রাজি আছেন তিনি। প্রয়োজনে বছরে ৪ মিলিয়ন পাউন্ড পর্যন্ত কম নিতেও রাজি।
ম্যানইউ কোচ রুবেন আমোরিম এ প্রসঙ্গে বলেন, 'যারা ক্লাবে থাকতে চায় না, তাদের জন্য আমরা বিকল্প পথ খুঁজছি। তবে দল গোছানোর পর সবাইকে সমানভাবে বিবেচনা করা হবে।'
বিডি প্রতিদিন/মুসা