এশিয়া কাপ ২০২৫-এর পাকিস্তান দল ঘোষণার পর থেকেই তীব্র সমালোচনার মুখে পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কারণ স্কোয়াডে জায়গা হয়নি দুই তারকা ক্রিকেটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান-এর। তবে এ বিষয়ে স্পষ্ট অবস্থান জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান মোহসিন নকভি।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নকভি বলেন, “খেলোয়াড় নেওয়া বা বাদ দেওয়ার ক্ষেত্রে আমার ১ শতাংশও ভূমিকা নেই। নির্বাচক কমিটি ও উপদেষ্টা প্যানেল দীর্ঘ আলোচনার পরই দল চূড়ান্ত করেছে।”
২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে নিয়মিত পাকিস্তানের প্রতিনিধিত্ব করলেও গত বছরের ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের পর থেকে আর টি-টোয়েন্টি দলে দেখা যায়নি বাবর-রিজওয়ানকে। নির্বাচকদের মূল লক্ষ্য আগামী বছরের বিশ্বকাপ সামনে রেখে তরুণদের গড়ে তোলা বলে জানান নকভি।
তিনি আরও বলেন, “আমি নির্বাচকদের কেবল নির্দেশ দিয়েছি যোগ্যতার ভিত্তিতেই সিদ্ধান্ত নিতে। আমাদের লক্ষ্য তরুণ প্রতিভা খুঁজে বের করা এবং প্রতিযোগিতা বাড়ানো।”
রিজওয়ানের ওয়ানডে অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন ওঠে। এ প্রসঙ্গে নকভি জানান, নির্বাচকেরা কোচের প্রতিবেদন পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবেন।
২০২৪ সালের অক্টোবরে রিজওয়ান বাবরের কাছ থেকে অধিনায়কত্ব পান। প্রথমে তিনটি সিরিজ জিতলেও ঘরের মাঠে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় পাকিস্তান—যা তার নেতৃত্বের বড় ব্যর্থতা হিসেবে ধরা হচ্ছে।
এশিয়া কাপ ও ত্রিদেশীয় সিরিজের পাকিস্তান স্কোয়াড:
সাইম আইয়ুব, ফখর জামান, সালমান আলি আগা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, হারিস রউফ, হাসান আলি, হাসান নওয়াজ, হোসেন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সাহিবজাদা ফারহান, সালমান মির্জা, শাহীন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম।
বিডি প্রতিদিন/আশিক