ডেস্কটপ ব্যবহারকারিদের জন্য এবার ভিডিও স্ট্রিমিং সুবিধা আনলো সার্চ জায়ান্ট গুগলের জিমেইল। এই আপডেটে জিমেইলের ভেতরে ভিডিও অ্যাটাচমেন্ট স্ট্রিমিং বা ভিডিও ডাউনলোডের আগে তা দেখে নেয়ার সুবিধা পাওয়া যাবে।
নতুন এই আপডেট জিমেইলে ভিডিও অ্যাটাচমেন্ট একটি থাম্বনেইল দিয়ে দেখানো হবে। আর থাম্বনেইলে ডাবল ক্লিক করলে ইউটিউবের মতো একটি প্লেয়ার চালু হবে। তবে ইনকামিং ভিডিওর আকার ৫০ এমবির বেশি হতে পারবে না।
জিমেইলে অ্যাটাচমেন্ট আকারে আসা কোনো ভিডিও ডাউনলোডে আগেই ব্যবহারকারি তা চালিয়ে দেখে নিতে পারবেন এটি তার ডাউনলোডের প্রয়োজন আছে কিনা? গুগল এক ব্লগ পোস্টে জানিয়েছে, আগে জিমেইলে কোনো ভিডিও অ্যাটাচমেন্ট দেখতে হলে তা কম্পিউটারে ডাউনলোড করতে হতো এবং মিডিয়া প্লেয়ারে চালিয়ে দেখার প্রয়োজন পড়ত। এখন মেইলের ভেতরেই তা দেখে নেওয়ার সুযোগ পাবেন ব্যবহারকারিরা।