মঙ্গলে মানব বসতি গড়ার কথা আগেই জানিয়েছিল নাসা। মার্কিন যুক্তরাষ্ট্রের পরে, ভারতও লালগ্রহে বসতি গড়ার ইচ্ছে প্রকাশ করে। চলতি বছরের ফেব্রুয়ারিতে আরব আমিরশাহি-ও একই তালিকায় নাম লেখায়।
কিন্তু, ইচ্ছাপ্রকাশ করলেই তো আর হল না! বসতি গড়ার জন্য জায়গা চাই। তাই এবার সেই জায়গা খোঁজার কাজই শুরু করেছে নাসা। সঙ্গে রয়েছে এরোস্পেস কম্পানি ‘স্পেস এক্স’।
বর্তমানে স্পেস এক্স-এর মহাকাশযান ‘রেড ড্রাগন’-এর ল্যান্ডিং-এর জন্যই মূলত জায়গার খোঁজ চলছে মঙ্গলে। পরবর্তীকালে সেই স্থানই বাসপোযোগী করে তোলা হবে বলে জানানো হয়েছে স্পেস এক্সের পক্ষ থেকে।
প্রসঙ্গত, মঙ্গলগ্রহের যে অংশে বরফ রয়েছে, তার কাছাকাছিই বসতি গড়ার কথা ভেবেছে নাসা ও স্পেস এক্স। এবং সেই স্থান পরীক্ষা করার জন্য, ২০১৮ সালেই তাদের মহাকাশযান মঙ্গলে পাঠাবে স্পেস এক্স। এই ঘটনা টুইট করে জানিয়েছে স্পেস এক্স।
বিডি প্রতিদিন/২৪ মার্চ ২০১৭/হিমেল