বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) ২০১৭-১৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন শুক্রবার (১১ আগস্ট) অনুষ্ঠিত হবে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে তথ্যপ্রযুক্তি সাংবাদিকদের এ নির্বাচনের ভোটগ্রহণ চলবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মোস্তাফা জব্বার জানান, ইতোমধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করছি চমৎকার পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে। ভোটগ্রহণ শেষে যতো দ্রুত সম্ভব প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে।
এবার ৯টি পদের মধ্যে ৮টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। ৮টি পদের বিপরীতে প্রার্থী ২১ জন। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন। সভাপতি পদ প্রার্থীরা হলেন, ওয়াশিকুর রহমান (আমাদের সময়), রাহিতুল ইসলাম রুয়েল (কমপিউটার জগৎ) ও আরাফাত সিদ্দিকী (এটিএন নিউজ)।
সাধারণ সম্পাদক পদে হাসান জাকির (সমকাল), নাজমুল হোসেন (নয়া দিগন্ত), নুরুন্নবী চৌধুরী (সি নিউজ) ও সাব্বির হাসান (টেকওয়ার্ল্ড বাংলাদেশ) প্রতিদ্বন্দ্বিতা করছেন। সহ-সভাপতি পদে টেকওয়ার্ল্ড বাংলাদেশ-এর নাজনীন নাহার একমাত্র প্রার্থী থাকায় এ পদে নির্বাচন হচ্ছে না।
বিডি প্রতিদিন/ ১০ আগস্ট, ২০১৭/ ই জাহান