১২ জুলাই, ২০১৯ ১৮:৩৩

চাঁদে আরো একটি মহাকাশযান পাঠাচ্ছে ভারত

অনলাইন ডেস্ক

চাঁদে আরো একটি মহাকাশযান পাঠাচ্ছে ভারত

'চন্দ্রায়ন-টু' নামে চাঁদে আরো একটি মহাকাশযান পাঠাচ্ছে ভারত। ৩ দশমিক ৮ টন ওজনের নভোযানটি এ মাসেই রওনা হবে। আগামী ১৫ জুলাই রাত ২টা ১৫ মিনিটে ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে চাঁদের উদ্দেশ্য উৎক্ষেপণ করা হবে এটি। চন্দ্রায়ন-টু চাঁদের দক্ষিণ মেরুতে নামবে ৬ সেপ্টেম্বর। 
 
এই নভোযান তৈরিতে খরচ পড়েছে ৬শ' কোটি ডলার। এতে থাকছে অরবিটার, বিক্রম নামে ল্যান্ডার ও প্রজ্ঞায়ন নামে একটি রোভার। 'জিওসিনক্রোনাস স্যাটেলাইট লাঞ্চ ভেহিকেল' মার্ক থ্রির মাধ্যমে উৎক্ষেপণ করা হবে এটি। 

উল্লেখ্য, এর আগে ২০০৮ সালের ২২ অক্টোবর মহাকাশে পাঠানো হয় চন্দ্রায়ন-ওয়ান।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর