বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে যোগাযোগের জন্য কেউ কেউ গ্রুপ তৈরি করেন। কিন্তু কখনো কখনো বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যবহারকারীদের সম্মতি ছাড়াই নিজেদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে পাঠাতে থাকে প্রচারণামূলক বার্তা। এসব কারণে হোয়াটসঅ্যাপে অনাকাঙ্ক্ষিত গ্রুপে বিরক্ত হন অনেকে। তবে এ ধরনের অনাকাঙ্ক্ষিত গ্রুপে যুক্ত হওয়া বন্ধ করা সম্ভব হোয়াটসঅ্যাপের সেটিংস পরিবর্তন করে।
এবার জেনে নেওয়া যাক- অনাকাঙ্ক্ষিত হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়া বন্ধের পদ্ধতি কী?
হোয়াটসঅ্যাপে অনাকাঙ্ক্ষিত গ্রুপে যুক্ত হওয়া ঠেকাতে প্রথমে স্মার্টফোন থেকে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে প্রবেশ করে ডান দিকের ওপরের কোনায় থাকা তিনটি ডট আইকনে ক্লিক করতে হবে। এরপর সেটিংস মেনুতে প্রবেশ করে নির্বাচন করতে হবে প্রাইভেসি অপশন। সেখানে গ্রুপস অপশন দেখা যাবে। পরের পেজে হু ক্যান অ্যাড মি গ্রুপসের নিচে থাকা ‘এভরিওয়ান’, ‘মাই কনটাক্টস’ ও ‘মাই কনটাক্টস এক্সসেপ্ট’- এই তিনটি অপশন দেখা যাবে।
‘এভরিওয়ান’ অপশন নির্বাচন করলে ব্যবহারকারীর ফোন নম্বর জানা থাকা যেকোনো ব্যক্তি অনুমতি ছাড়াই যুক্ত করতে পারবেন নতুন গ্রুপে।
আর মাই কনটাক্টস অপশন নির্বাচন করলে শুধু কনটাক্ট তালিকায় থাকা ব্যক্তিরা গ্রুপে যুক্ত করতে পারবেন। কিন্তু মাই কনটাক্টস এক্সসেপ্ট অপশনটি নির্বাচন করলে কনটাক্ট তালিকায় থাকা নির্দিষ্ট ব্যক্তিরা চাইলেও যুক্ত করতে পারবেন না কোনো গ্রুপে।
বিডি প্রতিদিন/এএম