যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৫০০ বিলিয়ন ডলারের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অবকাঠামো নির্মাণের জন্য একটি নতুন প্রকল্প ‘স্টারগেট’ ঘোষণা করেছেন। এই প্রকল্পটি ওরাকল, সফটব্যাংক এবং ওপেন এআই-এর সহযোগিতায় বাস্তবায়িত হবে। মঙ্গলবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এ ঘোষণা দেন।
ট্রাম্প জানান, স্টারগেট প্রকল্পটি যুক্তরাষ্ট্রে এআই অবকাঠামো তৈরির জন্য বৃহৎ আকারের বিনিয়োগ আনবে। এটি যুক্তরাষ্ট্রের ডেটা সেন্টার খাতে নতুন বিপ্লব ঘটাবে। টেক্সাসে ইতোমধ্যে ১০টি ডেটা সেন্টার নির্মাণাধীন রয়েছে, যা পরবর্তীতে ২০টি পর্যন্ত বাড়ানো হবে।
তিনি বলেন, এই প্রকল্পটি কেবল প্রযুক্তির ভবিষ্যৎই নয়, ১ লক্ষের বেশি কর্মসংস্থানও সৃষ্টি করবে। এটি চীনের মতো প্রতিদ্বন্দ্বীদের মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে এগিয়ে রাখবে।”
স্টারগেট প্রকল্পে বিশাল ডেটা সেন্টার নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রতিটি সেন্টার হবে আধা-মিলিয়ন স্কয়ার ফুট আয়তনের। প্রকল্পটি শীঘ্রই কাজ শুরু করবে এবং জাতীয় পর্যায়ে বিভিন্ন স্থানে ক্যাম্পাস গড়ে তুলবে।
ওরাকলের প্রধান প্রযুক্তি কর্মকর্তা ল্যারি এলিসন বলেন, এই প্রকল্প ট্রাম্পের সমর্থন ছাড়া সম্ভব হতো না। আমরা ইতোমধ্যে ওপেন এআই এবং সফট ব্যাংক-এর সঙ্গে কাজ করছি। ডেটা সেন্টারগুলোর নির্মাণকাজ চলছে।
সফট ব্যাংকের সিইও মাসায়োশি সন এবং ওপেন এআই এর সিইও স্যাম অল্টম্যানও এ প্রকল্পে তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
ট্রাম্প বলেন, স্টারগেট প্রকল্প যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতকে এগিয়ে নিয়ে যাবে এবং এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা ভবিষ্যতে আরও বেশি উন্নয়ন নিশ্চিত করবে। এ উদ্যোগ যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত অগ্রগতির প্রতি নতুন আত্মবিশ্বাসের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।
বিডিপ্রতিদিন/কবিরুল