রাজশাহী জেলা পরিষদের জমি দখল করে সিটি করপোরেশন ডাস্টবিন নির্মাণ করছে বলে অভিযোগ পাওয়া গেছে। রাজশাহী মহানগরীর কোর্ট এলাকায় কয়েক কোটি টাকা মূল্যের এই জমিতে গত পাঁচ দিন ধরে ডাস্টবিন নির্মাণের কাজ চলছে। এর বিরুদ্ধে আপত্তি তুলেছে জেলা পরিষদ। এসব বিষয় জানিয়ে রাজশাহী সিটির মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনকে চিঠি দিয়েছেন জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার। এভাবে জমি দখলে নিয়ে ডাস্টবিন নির্মাণ না করারও অনুরোধ করা হয়েছে চিঠিতে। চিঠির অনুলিপি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ অধিশাখার উপসচিব, বিভাগীয় কমিশনার, স্থানীয় সরকার বিভাগের বিভাগীয় পরিচালক, জেলা প্রশাসককেও দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, জেলা পরিষদের সীমানাপ্রাচীর ভেঙে ডাস্টবিন নির্মাণ করা হচ্ছে। স্থানটি পুলিশ সুপার ও জেলা প্রশাসকের কার্যালয়ের প্রবেশমুখ। এখানে ময়লা-আবর্জনা ফেলা হলে দুর্গন্ধ ছড়াবে। এর ফলে সোনালী ব্যাংক,
পুলিশ সুপারের কার্যালয় এবং জেলা প্রশাসকের কার্যালয়ের কার্যক্রম ব্যাহত হবে। এ ছাড়া জেলা পরিষদের স্টাফ কোয়ার্টারে বসবাস করা ভীষণ অসুবিধা হবে। জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার বলেন, ‘কোনো প্রক্রিয়ার মধ্য দিয়ে জমি নেয়নি সিটি করপোরেশন। এখন আমাদের সম্পত্তি তো আমরা ছেড়ে দিতে পারি না। তাছাড়া যেখানে ডাস্টবিনটি নির্মাণ করা হচ্ছে সেখানে সব গুরুত্বপূর্ণ অফিস-আদালত। এতে দুর্গন্ধে সবার সমস্যা হবে। তাই নির্মাণ কাজ বন্ধ করার অনুরোধ জানিয়ে আমরা চিঠি দিয়েছি।’ সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল হক বলেন, ওখানে ডাস্টবিন নির্মাণ করা হচ্ছে। জেলা পরিষদের জমি দখলের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আলোচনা হয়েছিল। তখন তারা হয়তো বুঝতে পারেননি। একটা গ্যাপ থেকে গেছে। এই সমস্যার সমাধান হয়ে যাবে।’
শিরোনাম
- ঢাকা ও আশপাশের জেলায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
- বিচারকের ছেলে তাওসিফের মৃত্যু অতিরিক্ত রক্তক্ষরণে : ময়নাতদন্তকারী চিকিৎসক
- পরমাণু সাবমেরিন তৈরির ব্যাপারে সম্মত দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্র
- গণভোটে আইন প্রণয়ন হয়ে যাবে না, সেজন্য সংসদ গঠিত হতে হবে : সালাহউদ্দিন
- কিয়েভে ক্ষেপণাস্ত্র-ড্রোনের বড় হামলা চালিয়েছে রাশিয়া
- জেমস ও পাকিস্তানের আলী আজমতের কনসার্ট স্থগিত
- সংবিধান সংশোধনে ক্ষুব্ধ হয়ে পাকিস্তান সুপ্রিম কোর্টের দুই বিচারপতির পদত্যাগ
- সমবায় অধিদপ্তরের নতুন ডিজি ইসমাইল হোসেন
- জাপোরিঝিয়ায় সম্মুখযুদ্ধের সৈন্যদের সঙ্গে দেখা করলেন জেলেনস্কি
- রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা
- কাঠামোগত সংস্কারে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি : আইএমএফ
- ট্রাম্পের কাছে তথ্যচিত্রের জন্য ক্ষমা চেয়েছে বিবিসি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ
- বিমানবন্দর এলাকার দুই জায়গায় ককটেল বিস্ফোরণ
- বাসে আগুন দিয়ে করছিলেন ভিডিও, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু
- ইমাম প্রশিক্ষণে সৌদি সরকারের সহায়তার আশ্বাস
- শাকসু নির্বাচন বানচালের অভিযোগে প্রশাসনিক ভবনে তালা
- নওগাঁয় বিএনপিতে যোগ দিল আরও ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবার
- প্রশাসন নিশ্চুপ থাকলে বিপদ আরও বাড়বে : গয়েশ্বর
- নতুন দুই দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন
ভাগাড়ের জন্য জমি দখল করেছে রাসিক
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর