রাজশাহী জেলা পরিষদের জমি দখল করে সিটি করপোরেশন ডাস্টবিন নির্মাণ করছে বলে অভিযোগ পাওয়া গেছে। রাজশাহী মহানগরীর কোর্ট এলাকায় কয়েক কোটি টাকা মূল্যের এই জমিতে গত পাঁচ দিন ধরে ডাস্টবিন নির্মাণের কাজ চলছে। এর বিরুদ্ধে আপত্তি তুলেছে জেলা পরিষদ। এসব বিষয় জানিয়ে রাজশাহী সিটির মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনকে চিঠি দিয়েছেন জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার। এভাবে জমি দখলে নিয়ে ডাস্টবিন নির্মাণ না করারও অনুরোধ করা হয়েছে চিঠিতে। চিঠির অনুলিপি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ অধিশাখার উপসচিব, বিভাগীয় কমিশনার, স্থানীয় সরকার বিভাগের বিভাগীয় পরিচালক, জেলা প্রশাসককেও দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, জেলা পরিষদের সীমানাপ্রাচীর ভেঙে ডাস্টবিন নির্মাণ করা হচ্ছে। স্থানটি পুলিশ সুপার ও জেলা প্রশাসকের কার্যালয়ের প্রবেশমুখ। এখানে ময়লা-আবর্জনা ফেলা হলে দুর্গন্ধ ছড়াবে। এর ফলে সোনালী ব্যাংক, পুলিশ সুপারের কার্যালয় এবং জেলা প্রশাসকের কার্যালয়ের কার্যক্রম ব্যাহত হবে। এ ছাড়া জেলা পরিষদের স্টাফ কোয়ার্টারে বসবাস করা ভীষণ অসুবিধা হবে। জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার বলেন, ‘কোনো প্রক্রিয়ার মধ্য দিয়ে জমি নেয়নি সিটি করপোরেশন। এখন আমাদের সম্পত্তি তো আমরা ছেড়ে দিতে পারি না। তাছাড়া যেখানে ডাস্টবিনটি নির্মাণ করা হচ্ছে সেখানে সব গুরুত্বপূর্ণ অফিস-আদালত। এতে দুর্গন্ধে সবার সমস্যা হবে। তাই নির্মাণ কাজ বন্ধ করার অনুরোধ জানিয়ে আমরা চিঠি দিয়েছি।’ সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল হক বলেন, ওখানে ডাস্টবিন নির্মাণ করা হচ্ছে। জেলা পরিষদের জমি দখলের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আলোচনা হয়েছিল। তখন তারা হয়তো বুঝতে পারেননি। একটা গ্যাপ থেকে গেছে। এই সমস্যার সমাধান হয়ে যাবে।’
শিরোনাম
- আমিরাতকে হারিয়ে শেষ চারে ভারতের সঙ্গী পাকিস্তান
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
- দুর্গাপূজা ঘিরে স্বৈরাচারের অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান
- র্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’
- শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না
- ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ এ উড্ডয়ন প্রশিক্ষণ অনুশীলন
- ‘পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি মুনাফেকি’
- ফেব্রুয়ারিতেই স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
ভাগাড়ের জন্য জমি দখল করেছে রাসিক
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর