মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১ ০০:০০ টা

করোনাকালে ৫৪ চিত্রশিল্পীর উৎসব

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

করোনাকালে ৫৪ চিত্রশিল্পীর উৎসব

কুমিল্লা নগরীতে ৫৪ জন শিল্পীর চিত্রকর্ম নিয়ে কুমিল্লা চারুকলা প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। জেলা শিল্পকলা একাডেমিতে চিত্র প্রদর্শনীর আয়োজন করে পথিকৃত কুমিল্লা চারুশিল্পী পরিষদ। প্রদর্শনী দেখতে শিল্পকলা একাডেমিতে দর্শনার্থীদের ভিড় ছিল লক্ষণীয়। প্রদর্শনীতে অনেকে এসেছেন পরিবার-স্বজন নিয়ে। ৪ মার্চ কুমিল্লা শিল্পকলা একাডেমিতে চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন কুমিল্লা সদর আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার। ১০ মার্চ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক মো. কামরুল হাসান। শিল্পীদের মধ্যে ছিলেন, সমরজিৎ রায় চৌধুরী, খাজা কাইয়ুম, শাহারুল হায়দার, নাজমা আক্তার, উত্তম গুহ, মাসুক হেলাল, সুলতান শাহরিয়ার, চন্দন দেবরায়, ডা. ইকবাল আনোয়ার, সৈয়দ আহমাদ তারেক, শাহ মো. রেয়াজুল হক, মুজিবুর রহমান রিপন, দেবদাশ সিকদার, মিজানুর রহমান আকন, উম্মে হাবিবা সুমি প্রমুখ। সংস্কৃতি সংগঠক নিজাম উদ্দিন রাব্বী বলেন, ভরা বসন্তের এই আয়োজন কুমিল্লার সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করেছে।

প্রদর্শনীতে প্রবীণ ও নবীনের দারুণ সব কাজ স্থান পেয়েছে। আমরা এমন সৃজনশীল আয়োজনের ধারাবাহিকতা চাই। চিত্রশিল্পী মিজানুর রহমান আকন জানান, কুমিল্লায় চিত্রশিল্পীদের নিয়ে এটি বড় আয়োজন। এমন আয়োজনের জন্য শিল্পকলা একাডেমি ধন্যবাদ পাওয়ার যোগ্য। এই প্রদর্শনী আগামী প্রজন্মকে মননশীল কাজে উদ্বুদ্ধ করবে। পথিকৃত কুমিল্লা চারুশিল্পী পরিষদের সভাপতি চন্দন রায় বলেন, করোনাকালে কুমিল্লার শিল্পীরা ঘরে বসে না থেকে কাজ করেছে। তাদের কাজের ফসল এই চিত্র প্রদর্শনী। কুমিল্লা কালচারাল অফিসার আয়াজ মাবুদ জানান, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এই আয়োজন। কুমিল্লার ৫৪ জন চিত্রশিল্পীর ১৮৫ ছবি প্রদর্শনীতে ঠাঁই পেয়েছে। এটি কুমিল্লায় স্মরণকালের বড় আয়োজন। শিল্পীদের আন্তরিকতার কারণে এই আয়োজন সম্পন্ন করতে পেরেছি।

সর্বশেষ খবর