মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

সড়কজুড়ে গাড়ির স্ট্যান্ড!

আফজাল, টঙ্গী

সড়কজুড়ে গাড়ির স্ট্যান্ড!

গাজীপুরের গুরুত্বপূর্ণ স্থানে সড়কের জায়গা দখল করে অবৈধভাবে গড়ে উঠেছে বিভিন্ন গাড়ির স্ট্যান্ড। এসব সিএনজি স্ট্যান্ড, অটো, লেগুনা, ইজিবাইক স্ট্যান্ড বসিয়ে একটি চক্র মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। অনেকে সড়ক কিংবা ফুটপাতের জায়গা দখল করে গাড়ি পার্কিং করে মানুষের চলাচলে দুর্ভোগ সৃষ্টি করছে। সিটি প্রশাসন এদের বিরুদ্ধে উল্লেখযোগ্য ব্যবস্থা না নেওয়ায় তারা বেপরোয়া হয়ে উঠেছে। নগরীর টঙ্গী পূর্ব থানা কার্যালয়ে ঢুকতেই অটো স্ট্যান্ড, এ ছাড়া সরকারি হাসপাতাল গেটে সিএনজি, স্টেশন রোডে লেগুনা, কেটিএল, কামাড় পাড়া রোড, টঙ্গী বাজার, চেরাগআলী, কলেজ গেট, দত্তপাড়া, গাজীপুরা, মিরের বাজার, বড়বাড়ি, বোর্ড বাজার, জয়দেবপুর, গাছা, বাসন, কাশেমপুর, কোনাবাড়িসহ বিভিন্ন স্থানে গাড়ির স্ট্যান্ড গড়ে উঠেছে। বড় বড় পণ্যবাহী ট্রাক রেখে মালামাল লোড-আনলোড করায় মানুষের দুর্ভোগ বাড়ছে। এদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এ নিয়ে জনমনে ক্ষোভ তৈরি হচ্ছে। এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মো. আশরাফুল ইসলাম বলেন, পূজা হয়ে যাওয়ার পরপরই উচ্ছেদের ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর