মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩ ০০:০০ টা

ভ্যানে যাচ্ছে কারখানার গ্যাস সিলিন্ডার

আফজাল, টঙ্গী

ভ্যানে যাচ্ছে কারখানার গ্যাস সিলিন্ডার

গাজীপুরে ওয়াশিং ও ডাইং কারখানায় ব্যবহৃত সিলিন্ডার গ্যাস নিয়ে নগরজুড়ে আতঙ্ক বাড়ছে। ভ্যানে করে ব্যবহৃত হচ্ছে সিলিন্ডার গ্যাস। কারখানার মোড়ে, ব্যস্ত রাস্তায় ঝুঁকিপূর্ণ অবস্থায় ভ্যানে করে সিলিন্ডারে সরবরাহ করা হচ্ছে গ্যাস। এতে যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। গ্যাস কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস ও বিস্ফোরক অধিদফতর কর্তৃপক্ষ বিষয়টি আমলে না নেওয়ায় এর ভয়াবহতা বেড়েই চলছে। জনমনে বাড়ছে বিস্ফোরণ আতঙ্ক। নগরীর বিভিন্ন এলাকায় অবস্থিত ওয়াশিং ও ডাইং কারখানায় ব্যবহৃত সিলিন্ডারের গ্যাস সরবরাহ করা হচ্ছে ভ্যানে করে। কারখানার মোড়ে, রাস্তায়, ঝুঁকিপূর্ণ অবস্থায় ভ্যানে করে বোমা সিলিন্ডারে সরবরাহ করছে গ্যাস স্টেশনগুলো। ভ্যানে বোমা সিলিন্ডারে সরবরাহ করতে গিয়ে সম্প্রতি গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটেছে। বিস্ফোরক অধিদফতরের নিয়মনীতির কোনো তোয়াক্কা না করে ঝুঁকিপূর্ণ অবস্থায় অসাধু ব্যবসায়ীরা সিলিন্ডার গ্যাস ব্যবহার করছে। টঙ্গীর শিলমুন, মরকুন, পাগাড়, গোপালপুর, টঙ্গী বিসিক, আরিচপুর, গাজীপুরা, মিরেরবাজার, পূবাইল, বড়বাড়ী, মালেকের বাড়ি, জয়দেবপুর, কাশিমপুর, কোনাবাড়ী, সালনাসহ বিভিন্ন এলকায় ঝুঁকিপূর্ণ অবস্থায় ভ্যানে করে সিলিন্ডারে  গ্যাস ব্যবহার চলছে। টঙ্গীর শিলমুন এলাকায় ডেনিম ক্রিয়েশন ওয়াশিং কারখানা কর্তৃপক্ষের বরাত দিয়ে জিয়াউর রহমান বলেন, রাস্তা থেকে গ্যাস সিলিন্ডারের ভ্যানগাড়ি সরিয়ে নেওয়া হবে। বিসিক ব্লু-ফ্যাশন ওয়াশিং কারখানার মালিক মহিউদ্দিন শেখ বলেন, কোনো বিস্ফোরণ ঘটবে না, তবে সরিয়ে নেওয়া হবে।

এ ব্যাপারে গাজীপুর সিটির মেয়র (ভারপ্রাপ্ত) আসাদুর রহমান কিরণ বলেন, রাস্তা প্রশস্ত করা হচ্ছে মানুষের চলাচলের সুবিধার্থে। সেই রাস্তার জায়গা কিংবা ফুটপাত দখল করে গাড়ি পার্কিং, দোকান এমনকি ভ্যানগাড়ি বসিয়ে জায়গা দখল করা যাবে না। তাছাড়া সড়কের জায়গায় গ্যাস সিলিন্ডার কোনোমতেই রাখা যাবে না। কেউ মানুষের চলাচলে বিঘ্ন ঘটালে এসব বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর