গত বছরের শেষ থেকেই দেবের পাশে দেখা যাচ্ছিল তাকে। আর এখন তো রাইমা সেনের দৌলতে সকলেরই জানা প্রেমে পড়েছেন দেব। তখন থেকেই প্রশ্ন কে তিনি? অবশেষে রাজ চক্রবর্তী সৌজন্যে জানা গেল তিনি মডেল রুক্মিনী মৈত্র।
লক্ষ মহিলার হৃদয় ভেঙে দেবের হৃদয় জিতে নিয়েছেন রুক্মিনী। দেব নাকি এতটাই গভীর প্রেমে পড়েছেন যে রুক্মিনীর সঙ্গে ঘর বাঁধতে চাইছেন এখনই। লরেটো কলেজের এমবিএ’র ছাত্রী রুক্মিনীকে বেশ কিছুদিন ধরেই দেখা যাচ্ছে দেবের পাশে পাশে।
টলিউডের ফিল্মি পার্টিতেও দেখা গেছে তাকে। এমনকি, দেবের আগামী ছবি যোদ্ধার আউটডোর শ্যুটেও গিয়েছিলেন তিনি। আউটডোর শ্যুটে পার্টির ছবি টুইট করেছেন পরিচালক রাজ চক্রবর্তী। ছবিতে দেবের পাশে দেখা যাচ্ছে রুক্মিনীকে।