ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা-কৃষ্ণপুর) আসনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থী কে তা নিয়ে বিস্তর আলোচনা চলছে। বর্তমানে এ আসনের এমপি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে প্রবীণ এই নেত্রী চলাফেরা তেমন একটা করতে পারেন না। ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাকে প্রার্থী করা নিয়ে বেশ নাটকীয়তা চলে। সৈয়দা সাজেদা চৌধুরীর অসুস্থতার কারণে এ আসনে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা প্রার্থী হতে প্রচার-প্রচারণা চালান। আওয়ামী লীগের প্রার্থী তালিকা ঘোষণা করা হলেও এ আসনে আওয়ামী লীগের কারও নাম ঘোষণা করা হয়নি। আওয়ামী লীগ থেকে একাধিক প্রার্থী দলের মনোনয়ন ফরম কেনেন। এর মধ্যে সাজেদা চৌধুরীর বড় ছেলে আয়মন আকবর বাবলু চৌধুরীও ছিলেন। মনোনয়ন পাওয়া নিয়ে এ আসনে আওয়ামী লীগে মারাত্মক দ্বন্দ্বের সৃষ্টি হয়। সাজেদা চৌধুরীর বিকল্প হিসেবে এ আসনে আওয়ামী লীগ তেমন কোনো প্রার্থী খুঁজে না পেয়ে মহাজোটের প্রার্থী হিসেবে জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমীর ফয়সলের নাম প্রাথমিকভাবে ঘোষণা করা হয়। পীরজাদা মোস্তফা আমীর ফয়সল মহাজোটের প্রার্থী হচ্ছেন এমন খবরে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয় আওয়ামী লীগের একাংশের নেতা-কর্মীর মাঝে। সাজেদা চৌধুরীর পক্ষে দলের বেশকিছু নেতা দুই দিন ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন। ফলে সৈয়দা সাজেদা চৌধুরীকে দলের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়। একইসঙ্গে পীরজাদা মোস্তফা আমীর ফয়সলকে ফরিদপুর-২ আসনে নির্বাচন করার প্রস্তুতি নিতে বলেন মহাজোটের নেতারা।
শিরোনাম
- ইসলামে আখলাকে হাসানার গুরুত্ব
- কলাপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার
- জবিতে সংঘর্ষের ঘটনায় চার শিক্ষার্থী বহিষ্কার
- ডিপফেক চিনবেন যেভাবে
- বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের মহাসচিব মারা গেছেন
- মুশফিককে সরিয়ে স্টাম্পিংয়ের রেকর্ড লিটনের
- নাশকতার শঙ্কায় দেশের সব বিমানবন্দরকে সতর্ক থাকার নির্দেশ
- হাই কোর্টে স্থায়ী হলেন অভ্যুত্থানের পরে নিয়োগ পাওয়া ২২ বিচারপতি
- ভোজ্যতেলের বাজার স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন বাণিজ্য উপদেষ্টা
- শিল্পকলায় ‘সুড়ঙ্গ’
- ‘ডাউন সিনড্রোম জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান সৃষ্টির আহ্বান’
- আমার বিরুদ্ধে উদ্দেশ্যমূলক বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: মাসুদুজ্জামান মাসুদ
- সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মামলা
- সত্যিকারের স্বাধীনতা অর্জিত হয়েছে ৭ নভেম্বর : রিজভী
- নাশকতার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
- চাটখিল-সোনাইমুড়ি সড়কে একদিকে উচ্ছেদ, অন্যদিকে দখল
- আজহারীর নকল বই বিক্রি : ডিবিকে তদন্ত করতে আদালতের নির্দেশ
- প্রেমিকাকে পতিতালয়ে বিক্রির দায়ে যুবকের ৭ বছরের কারাদণ্ড
- বগুড়ায় পুণ্ড্র ইউনিভার্সিটির ইংরেজী বিভাগে সেমিনার অনুষ্ঠিত
- সিডনিতে ‘ওয়াসিডিয়ানস অ্যাসোসিয়েশন’-এর প্রথম পুনর্মিলনী
ফরিদপুর-২
সাজেদা চৌধুরী নাকি আমীর ফয়সল কে হচ্ছেন মহাজোটের প্রার্থী
কামরুজ্জামান সোহেল, ফরিদপুর
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর