বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার অন্যতম সমন্বয়ক আরিফ সোহেল জামিন পেয়েছেন। ঢাকার বনানীতে সেতু ভবনে হামলার ঘটনায় বিশেষ আইনে করা মামলায় আরিফকে ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।
রিমান্ড শেষে আজ শনিবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছিল। পুলিশ এ সময় তাকে কারাগারে আটক রাখার আবেদন করে। আর তার আইনজীবীরা জামিন চান। আদালত উভয় পক্ষের শুনানি নিয়ে তার জামিন মঞ্জুর করেন।
গত ২৮ জুলাই ভোররাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস-সংলগ্ন আমবাগান এলাকার বাসা থেকে আরিফ সোহেলকে ডিবি ও সিআইডি পরিচয়ে তুলে নেওয়া হয় বলে তার স্বজনেরা জানান।
এদিকে একই মামলায় আরিফের সঙ্গে রিমান্ডে থাকা বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাবকে আজ রিমান্ড শেষে এই আদালতে হাজির করা হয়। আদালত তাঁকে কারাগারে পাঠিয়েছেন।
বিডি প্রতিদিন/নাজমুল