কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন পদত্যাগ করেছেন। রবিবার রাষ্ট্রপতি বরাবর দেওয়া পদত্যাগ পত্রে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়েছেন।
পদত্যাগপত্রে তিনি তার সময়ে গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন। তিনি লিখেন, "কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন অব্যাহত থাকুক এই কামনা করছি।"
এর আগে রবিবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ পদত্যাগ করেন। শনিবার পদত্যাগ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ সাতটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন ২০২২ সালের ৩১ জানুয়ারি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করেন। তখন তিনি ইমরান কবির চৌধুরীর স্থলাভিষিক্ত হন। তবে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে সহিংস পরিস্থিতি সৃষ্টি এবং সরকার পতনের পর ছাত্রদের দাবির মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ করেন। তার ধারাবাহিকতায় কুবি উপাচার্যও পদত্যাগ করলেন।
বিডি প্রতিদিন/আরাফাত