চট্টগ্রামের জেলা ও দায়রা জজ হিসেবে বদলি হয়েছেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান খান। বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে ও রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব মোহাম্মদ ওসমান হায়দার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, মোহাম্মদ আসাদুজ্জামান খানকে জেলা ও দায়রা জজের কাছে আগামী ১ সেপ্টেম্বর বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। একইদিন রাষ্ট্রপতির আদেশক্রমে এক প্রজ্ঞাপনে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মো. জাকির হোসেনকে চট্টগ্রাম মহানগর দায়রা জজ হিসেবে বদলি করা হয়েছে।
জানা যায়, মোহাম্মদ আসাদুজ্জামান খান চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন মাজিস্ট্রেট ও চট্টগ্রাম কাস্টম হাউসের আইন উপদেষ্টা হিসেবেও কর্মরত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ