চট্টগ্রামের পটিয়া উপজেলায় হত্যাচেষ্টা মামলার পলাতক আসামি কোরবান আলীকে (৩৬) গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়। কোরবান পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মৃত আবুল কাশেমের ছেলে।
র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৭ আগস্ট পটিয়া থানায় দায়ের হওয়া একটি হত্যাচেষ্টা মামলার আসামি ছিলেন কোরবান আলী। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে নগরীর চান্দগাঁও থানার রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে কোরবান জানায়, সে সংঘবদ্ধ হয়ে গত ৪ আগস্ট পটিয়া থানা পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন আরাকান রোড এলাকায় ভিকটিমদেরকে হত্যার উদ্দেশ্যে গুলি করে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। গ্রেফতারের পর পরবর্তী আইন ব্যবস্থা নিতে অভিযুক্তকে পটিয়া থানায় হস্তান্তর করা হয়। পুলিশ পরদিন কোরবারনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়।
বিডি প্রতিদিন/এএ